মিয়া খলিফা । মিয়া খলিফার জীবন ইতিহাস

 মিয়া খলিফা এক জন নাম করা নীল অভিনেত্রী। মিয়া খলিফাকে কম বেশি সবাই চেনে। তার জন্ম 10 ফেব্রুয়ারী 1993 সালে। তার বর্তমান বয়স 31 বছর। তিনি এক জন ইন্টারনেট সেলিব্রিটি। এছাড়াও তিনি মডেলিং হিসাবেও পরিচিত। মিয়া খলিফা 2014 থেকে 2019 সাল পর্যন্ত নীল অভিনেত্রী ছিলেন।

মিয়া খলিফার জীবন ইতিহাস

        মিয়া খলিফার জীবন ইতিহাস

মিয়া খলিফার জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত কিছু তুলে ধরবো। মিয়া খলিফার হতিহাস নিচে তুলে ধরা হলো।



মিয়া খলিফার জন্ম কোন দেশে?

মিয়া খলিফা 1993 সালে 10 ফ্রেব্রুয়ারী লেবাননের বৈরুতে জন্মগ্রহন করেন। 2001 সালে জানুযারী মাসে 10 বছর বয়সে দক্ষিন লেবাননের দন্দের জেরে পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে। তার আর একটি নাম ও রয়েছে মিয়া ক্যালিস্টা। তার বর্তমান বয়স 31 বছর এবং উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। বর্তমানে তিনি লেবানিয়া মার্কিন নাগরিক।


মিয়া খলিফা-এর শিক্ষাগত যোগ্যতা

বৈরুতে ফরাসি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ে ইংরেজী চর্চা করেন। যুক্তরাষ্ট্রে চলে আসার পর মেরিল্যান্ডে বসবাস করা অবস্খায় সেখান কার একটি উচ্চ বিদ্যালয়ে ল্যাক্রোসি বাজাতেন। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট এল পাসো থেকে ইতিহাস বিষয়ের উপর বি.এ ডিগ্রি  অর্জন করেন। 

মিয়া খলিফার ধর্ম কি?

মিয়া খলিফা ক্যাথলিক ধর্মে জন্মগ্রহন করেন। কিন্তু তিনি সেই ধর্মে লালিত পালিত হয়ে পরবর্তিতে তিনি সেই ধর্ম ত্যাগ করেন। বর্তমানে তিনি খ্রিষ্টিয়ান ধর্ম অনুসরন করেন এবং মর্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করিতেছেন। এখান থেকে বোঝা যায় মিয়া খলিফার ধর্ম খ্রিষ্টিয়ান।

মিয়া খলিফার ফেসবুক আইডি

মিয়া খলিফার নামে অনেক ভূয়া ফেসবুক আইডি রয়েছে। তা সঠিক ভাবে খুজে বের করতে হবে। আপনে কি আসল মিয়া খলিফার ফেসবুক আইডি খুজতিছেন? আপনে হয়ত বিরক্ত হয়ে গেছেন। চিন্তার কোন কারন নেই। মনে রাখবেন তার ফেসবুক আইডিতে অনেক ফলোয়ার রয়েছে। কম করে হলেও চার মিলিয়ন বা তার বেশি হবে।

মিয়া খলিফার টিকটক আইডি

ফেসবুকের মত হাজার হাজার ভূয়া টিকটক আইডি রয়েছে। তবে এর ফ্যান ফলোয়ার অনেক বেশি। মিলিয়ন মিলিয়ন তার ভক্ত। তাই ভূয়া আডিতে নক দিবেন না। সে কখনই কাহকে রিকুয়েস্ট পাঠাবে না।


মিয়া খলিফার খবর

2014 থেকে 2019 সাল পর্যন্ত মিয়া খলিফা নীল অভিনেত্রী হিসাবে ছিলেন। স্নাতক শেষ করার পর নীল মডেলিং এ আগ্রহ ছিল। হিজাব পরার কারনে তিনি বেশি সমালাচনার মুখে পড়েছেন। নীল থেকে সরে আসার পর তিনি ক্রিয়া ভাষ্যকর হিসাবে কর্মজীবন শুর করেন। তার একটি ইউটিউব চ্যানেল ছিল। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প মিয়া খলিফা কে সৌদি আরবের পরবর্তী মার্কির রাষ্ট্রদূত হিসাবে নিয়োগে আহ্বান জানানো হয়েছিল।

2011 বিশ্ববিদ্যালয়ে তার প্রেমিকাকে বিয়ে করেন। তিনি ছিলেন মার্কিন নাগরিক। 2016 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে কি কারনে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল তার সঠিক কারন জানা  যায়নি। 2019 সালে রবার্ট স্যান্ডবার্গের সাথে বাগদানে আবদ্ধ হয়। কিন্তু করোনা ভাইরাসের কারনে সেই সময় বিবাহ স্থগিত করা হয়। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন।

শেষ কথা

মিয়া খলিফার জীব সংগ্রামের মধ্যে দিয়েই কেটেছে। সংগ্রামের মধ্যে দিয়েই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। সবাই তার খারাপ দিকটাই দেখে। কিন্তু তারও তো বেঁচে থাকার অধিকার রয়েছে। মিয়া খলিফা এক সময় খেলাধূলার আয়োজক হিসাবে মনোনিবেশ করতে চেয়েছিলেন।

কোনকিছু ভূল থাকলে অবশ্যয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url