নগদ একাউন্ট দেখার নিয়ম

 নগদ একাউনাট দেখার নিয়ম বেশির ভাগ লোক জানে না। নগদ একাউন্ট ব্যবহার করতে চাইলে নগদ একাউন্ট কোড অবশ্যয় জানতে হবে। নগদ হচ্ছে বাংলাদেশে উন্নতম মোবাইল ব্যাংকিং সেবাদান প্রতিষ্ঠান। 


এখন আমরা শিখব নগদ একাউন্ট চেক করার নিয়ম

নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক দুটি ভাবে করা যায়। নগদ অ্যাপ ও কোড দিয়ে।

প্রথমে নগদ অ্যাপ নিয়ে আলোচনা করব। প্রথমে নগদ অ্যাপ ইনস্টল করার পর লগ ইন করতে হবে। তারপর ছবির মত ইন্টারফেস দেখতে পাবেন।

নগদ একাউন্ট কি ভাবে দেখে?


এর পর ব্যালেন্স জানতে ট্যাপ করুন লেখাটির উপর ক্লিক করলেই 2য় ছবির মত ব্যালেন্স দেখতে পাবেন।

অ্যাপ দিয়ে নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম একেবারে সোজা।

নগদ একাউন্ট দেখার কোড নাম্বার

কোড দিয়ে নগদ একাউন্ট দেখতে হলে প্রথমে যে সিম থেকে নগদ একাউন্ট খোলা আছে সেই সিম থেকে *167# ডায়াল করতে হবে। নিচের ছবির মত দেখতে পাবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

এর পর মাই নগদ 7 নং দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন। তাহেলে ছবির ডানদিকের অংশের মত দেখতে পাবেন। এরপর ব্যালেন্স ইনকোয়ারী 1 নং দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে পিন কোড দিয়ে সেন্ড করলেই আপনার কাঙখিত ব্যালেন্স বা টাকা দেখতে পাবেন।

নগদ একাউন্ট কি ভাবে দেখে?

প্রথমে আপনার মোবাইল থেকে *167# ডায়াল করলে উপরের ছবির বামদিকের অংশের মত দেখতে পাবেন। এর পর মাই নগদ 7 লিখে সেন্ড করুন,  এর পর উপরের ছবির ডানদিকের অংশের মত দেখতে পাবেন। এখন ব্যালেন্স ইনকোয়ারী 1 লিখে সেন্ড করলে পরবর্তি

 অংশে পিন কোড দিয়ে সেন্ড করবেন, তাহলে আপনে আপনার টাকা দেখতে পাবেন।

আশা করি এই পোষ্টটির মাধ্যমে আপনে উপকৃত হয়েছেন। আপনে উপকৃত হলে আমি ধন্য হবো।

Next Post
No Comment
Add Comment
comment url