মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়া

ভূমিকা

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা নিয়মিত চলাচল করছে। আন্তর্জাতিক মান সম্পূর্ণ বাংলাদেশের যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং ভাড়া

2008 সালে 14 এপ্রিল পহেলা বৈশাখে পরিসেবা চালু করেন। ঢাকা ক্যান্টনমেন্ট ষ্টেশন থেকে যাত্রা শুরু করেন। মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত। সঠিক কাগজপত্র সহকারে নিজ

উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করতে হয়। কমলাপুর ষ্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট পওেয়া যায়।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা

ঢাকা টু কলকাতা মৈত্রি এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। ট্রেনের মাধ্যমে কলকাতা ভ্রমন করতে চাইলে আপনাকে অবশ্যয় টেনের সময়সূচি জানতে হবে। ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট ষ্টেশন থেকে যাত্রা শুরু করে এবং কলকাতা চিতপুর ষ্টেশনে থামে। ঢাকা টু কলকাতার দিকে ট্রেনটির কোড 3107


নোট: ( শুক্রবার, রবিবার ও , মঙ্গল চলাচল করে এবং শনিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে)। 


ঢাকা টু কলকাতা মৈত্রি এক্সপ্রেস (3107) ট্রেনটি কলকাতারে উদ্দেশ্যে বাংলাদেশ সময় ঢাকা থেকে সকাল  08.15 ‍AM BST ছাড়ে এবং 03.30 PM IST সময়ে কলকাতা পৌঁছে। 
................................................................................................................................
ঢাকা টু কলকাতা মৈত্রি এক্সপ্রেস (3110) ট্রেনটি চলাচল করছে শনিবার ও বুধবার এবং সপ্তাহে অন্যান্য দিন বন্ধ থাকে।

ঢাকা টু কলকাতা মৈত্রি এক্সপ্রেস (3110) ট্রেনটি কলকাতারে উদ্দেশ্যে বাংলাদেশ সময় ঢাকা থেকে সকাল  08.15 ‍AM BST ছাড়ে এবং 03.30 PM IST সময়ে কলকাতা পৌঁছে।
....................................................................................................................................................................
মৈত্রি এক্সপ্রেস কলকাতা টু ঢাকা সময়সূচী
মৈত্রি এক্সপ্রেস(3109) কলকাতা হইতে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে কলকাতার সময় সকাল 07.10 AM IST এবং ঢাকায় পৌঁছে বিকাল 04.05 PM BST সময়। 

মৈত্রি এক্সপ্রেস(3109) ট্রেনটি চলাচল করে শুক্রবার ও মঙ্গলবার এবং সপ্তাহে অন্যান্য দিন বন্ধ থাকে। 
...................................................................................................................................................

মৈত্রি এক্সপ্রেস(3108) ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে েআসে কলকাতার সময় সকাল 07.10 AM IST  সময়ে।

মৈত্রি এক্সপ্রেস(3108) ট্রেনটি চলাচল করে শনিবার, সোমবার ও বুধবার এবং সপ্তাহে অন্যান্য সময় বন্ধ থাকে। 

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা ভাড়া


AC-S সিটের ভাড়া 3899 টাকা এবং AC-CHAIR সিটের ভাড়া 2599 টাকা।


মৈত্রি এক্সপ্রেস কলকাতা টু ঢাকা ভাড়া  AC-S সিটের ভাড়া 3899 টাকা এবং AC-CHAIR সিটের ভাড়া 2599 টাকা।



মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট বাচ্চাদের ক্ষেতে এক থেকে পাঁচ বছরের শিশুদের 50% ছাড় রয়েছে। 


আরও পড়ুন সান্তাহার টু ঢাকা ট্রেনের সময় সূচী

মৈত্রী এক্সপ্রেস কেবিন

দুইধরনের কেবিন পাওয়া যায়। সিঙ্গেল কেবিনের জন্য তিনটি এবং ডাবল কেবিনের জন্য ছয়টি সিট বরাদ্দ রয়েছে। 


মৈত্রী এক্সপ্রেস অনলাইন টিকিট

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য অনলাইনে টিকিট কাটার কোন ব্যাবস্থা নেই। তাই অনলাইনে টিকিট কাটতে পারবেন না। তবে ভবিষ্যতে এই ধরনের সেবা চালু করলে তা জানানো হবে। 


মৈত্রী এক্সপ্রেসের টিকেট কাটার নিয়ম হলো আপনাকে পাসপোর্ট ও সঠিক কাগজপত্র নিয়ে স্ব-শরীরে আপনাকে কমলাপুর ষ্টেশন বা মৈত্রী এক্সপ্রেস টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে হবে।


আরও পড়ুন  সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময় সূচী


কলকাতা হইতে টিকেট সংগ্রহ করতে হলে আপনাকে কলকাতা চিতপুর ষ্টেশন দ্বিতীয় তলায় যোগাযোগ করতে হবে। ফেয়ারলি প্লেসে সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে।


শেষ কথা

মৈত্রী এক্সপ্রেস ট্রেন আন্তর্জাতিক মানসম্পূর্ণ যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন। বসার সিট গুলো আরামদায়ক তাই আপনার যাত্রা আরামদায়ক হবে।


 আমি এই তথ্য গুলি সংগ্রহ করেছি বাংলাদেশ রেলওয়ে অয়েবসাইট ও উইকিপিডিয়া থেকে। যদি ট্রেনের সময়সূচী বা ভাড়া পরিবর্তন করে তা হলে অবশ্যয় এই পেজে আপডেট করা হবে। 


আমি আনাদের জন্য পরিশ্রম করে এই সকল তথ্য সংগ্রহ করেছি। তাই আপনাদের উপকারে আসলে আমার খুব ভালো লাগবে। ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার যাত্রা শুভ হউক ধন্যবাদ।

আরও পড়ুন সান্তাহার টু যশোর ট্রেনের সময়সূচী


কিছু প্রশ্ন ও উত্তর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url