বগুড়া টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৪ । ভাড়ার তালিকা
বগুড়া থেকে সান্তাহার নিয়মিত লোকাল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। বগুড়া টু সান্তাহার ট্রেনের সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
বগুড়া থেকে সান্তাহর স্টেশনের দূরত্ব প্রায় ৪২.৫ থেকে ৪২.৮ কিলোমিটার।
বগুড়া থেকে সান্তার ট্রেনের সময়সূচী অনুযায়ী আপনারা অবশ্যয় ষ্টেশনে হাজির হবেন। বগুড়া টু সান্তাহার ট্রেনের সময়সূচি অনুসারে সাতটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে।আরও পড়ুন
সান্তাহার থেকে বগুড়া ট্রেনের সময় সূচী
সান্তাহার টু খুলনা ট্রেনের সময় সূচী
সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী
বগুড়া টু সান্তাহার ট্রেনের সময়সূচী (আন্ত:নগর ট্রেন)
বগুড়া টু সান্তাহার ট্রেনরে সময়সূচী (লোকাল ট্রেন)
উপরে আলোচনা করলামে বগুড়া টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৪ । এবার আলোচনা করব বগুড়া টু সান্তাহার ট্রেনের ভাড়া কত? লোকাল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া তেমন বেশি নয়। অল্প টাকা দিয়ে বগুড়া থেকে সান্তাহার আরামে ভ্রমন করতে পাবেন।
এক্সপ্রেস ট্রেনের ভাড়া জন প্রতি শোভন ৪৫ টাকা, শোভন চেয়ার ৫০ টাকা এবং প্রথম আসন ৯০ টাকা নির্ধারন করেছে। পর্যালোচনা করে দেখা গিয়েছে যে বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের অধিকাংশ সিট খালি থাকে। তাই সিট নিয়ে টেনশন করার কোন কারন নেই। তবে লোকাল ট্রেনে অনেক ভিড় থাকে।
বগুড়া টু সান্তাহার লোকাল ট্রেনের ভাড়া ১৫ থেকে ২০ টাকা নির্ধারন করেছে। তবে লোকাল ট্রেনে ভ্রমন করতে চাইলে বসার আসন নিয়ে টেনশনে পড়তে হয়। এই সকল ট্রেনে নামা ও উঠার তাড়া হুড়া লেগেই থাকে।
আরও পড়ুন
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া
সান্তাহার টু ঢাকা ট্রেনের সময় সূচী
শেষ কথা
ট্রেন আমাদের জাতীয় সম্পদ। তাই এই মস্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমারা সু নাগরিক হিসাবে টিকেট কেটে ট্রেন ভ্রমন করিব। ট্রেনের টিকেট না কেটে ভ্রমন করা এক ধরনের দন্ডনীয় অপরাধ। সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।
আশা করি এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে। ট্রেনে পকেট মার থেকে সাবধানে থাকবেন। ট্রেন সম্পর্কিত আরও আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ট্রেনের টিকিট ক্রয়
উত্তর: বাংলাদেশে যে কোন প্রান্তে ভ্রমনের জন্য অনলাইন এবং সরাসরি টিকিট ক্রয় করিতে পারবেন। অগ্রীম টিকেটও সংগ্রহ করা যায়।
প্রশ্ন: ট্রেনের অগ্রীম টিকিট অনলাইন
উত্তর: আপনে অনলােইন থেকে অগ্রীম টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট ক্রয় করতে চাইলে আপনার ভোটার আইডি লাগবে।
প্রশ্ন: ট্রেনের টিকিট কাটার নিয়ম
উত্তর: অনলাইনে টিকিট কাটতে চাইলে প্রথমে ই-টিকিট রেলওয়ে সাইট থেকে বা রেলসেবা অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিষ্ট্রেশান করতে হবে। প্রতিটা জাতীয় পরিচয় পত্রের একটি করে ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে। একাইন্ট ভেরিফাই করার পর আপনে টিকিট কাটতে পাবেন।
প্রশ্ন: ট্রেনে সিট খুজে পেতে কোন সমস্যা হলে কি করবেন
উত্তর: আপনার আসনটি খুঁজে না পেলে অবশ্যয় ট্রেনের স্টাফ কে অবহিত করবেন। তারা আপনাকে সাহায্য করবে।