ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী, রেলের টিকেট ও ভাড়ার তালিকা

 আপনাকে আমার ওয়েব সাইটে স্বাগতম। আপনে কি ঢাকা থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী খুঁজতিছেন? চিন্তা কেন? এখানে সকল  আপডেট এবং সঠিক তথ্য পেয়ে যাবেন।

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী

২০২৪ সালে মোট ৯ টি ট্রেন চলাচল করছে। ঢাকা থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী পরিবর্তন করলে বা নতুন

ট্রেন সংযোজন করলে তা সাথে সাথে আপডেট খবর পেয়ে যাবেন। ট্রেনের ভাড়ার তালিকা সহ নিচে আলোচনা করা হল।

ঢাকা টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৪ 

ট্রেনের নাম

ট্রেনের কোড

ঢাকা থেকে ছাড়ার সময়

সান্তাহার পৌঁছার সময়

বন্ধের দিন

রংপুর এক্সপ্রেস

৭৭১

সকাল ০৯.১০মি

বিকাল ০৩.০৫মি

সোমবার

একতা এক্সপ্রেস

৭০৫

সকাল ১০.১৫মি

বিকাল ০৩.৫৫মি

নাই

নীলসাগর এক্সপ্রেস

৭৬৫

সকাল ০৬.৪৫মি

দুপুর ১২.৩০মি

সোমবার

চিলাহাটি এক্সপ্রেস

৮০৫

বিকাল ০৫.০০মি

সকাল ১০.৪৫মি

শনিবার

দ্রুতযান এক্সপ্রেস

৭৫৭

রাত ০৮.০০মি

রাত ০১.২৫মি

নাই

কুড়িগ্রাম এক্সপ্রেস

৭৯৭

রাত ০৮.৪৫মি

রাত ০২.১৫মি

বুধবার

লালমনি এক্সপ্রেস

৭৫১

রাত ০৯.৪৫মি

রাত ০৩.৪৫মি

শুক্রবার

পঞ্চগড় এক্সপ্রেস

৭৯৩

রাত ১১.৩০মি

রাত ০৪.৪০মি

নাই

বুড়িমারী এক্সপ্রেস

৮০৯

রাত ০৮.৩০মি

রাত ০২.১৫মি

মঙ্গলবার


ঢাকা থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী 2024

ঢাকা থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী নিয়েে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। মোট ৯ টি ট্রেন চলাচল করছে। সব গুলোই আন্তঃনগর ট্রেন। ট্রেনের সিট বা আসন খুব আরাম দায়ক। আমার ওরেয়বসাইটে আসলেই আপডেট খবর পেয়ে যাবেন। আপনারা গন্তব্য স্থলের টিকিট কেটে ট্রেন ভ্রমন করিবেন। 



টিকেট চেকারের হাতে ধরা পড়িলে জরিমানা সহ ভাড়া দিতে বাধ্য থাকিবেন। নিচে ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়া দেওয়া হল


ঢাকা টু সান্তাহার ট্রেনের ভাড়া


একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, 

লালমনি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনর এর ভাড়ার তালিকা নিম্ন রুপ।


সিট প্লান

ভাড়ার পরিমান

S-CHAIR

360 টাকা 

SNIGDHA

690 টাকা

AC-S

823 টাকা 

AC-B

1237 টাকা 



পরিশেষ কিছু কথা

ঢাকা থেকে সান্তাহারে আসতে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে। সকল ট্রেনে এসি রয়েছে। তাই যাত্রীরা আরামে ভ্রমন কতে পারিবেন। ট্রেনে উঠার সময় এবং নামার সময় সাবধানে হবেন। কারন পকেট মার ও মলম পার্টি থাকতে পারে। আপনার মেবাইল ও ব্যাগ সাবধানে রাখিবেন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ।


কিছু প্রশ্ন ও উত্তর


প্রশ্ন: ট্রেনের টিকেট কোথায় পওয়া যায়?

উত্তর: বাংলাদেশের যে কোন স্টেশানের টিকিট কাউন্টারে অথবা ওনলাইনে টিকেট পাবেন।


প্রশ্ন: ঢাকা থেকে সান্তাহার কত সময় লাগে? 

উত্তর: ট্রেনে মাত্র ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে।


প্রশ্ন: ঢাকা থেকে সান্তাহারের দূরত্ব কত?

উত্তর: মাত্র ২৩১.১ কিলোমিটার।


প্রশ্ন: আন্তঃনগর ট্রেনে কি খাবার হোটেল আছে?

উত্তর: বাংলাদেশে সকল আন্ত:নগর ট্রেনে খাবার হোটেল রয়েছে।


প্রশ্ন: ট্রেনে আগুন লাগলে কি করবেন?

উত্তর: ট্রেনে আগুন লাগলে ভয়ে আতঙ্কিত না হয়ে ‍নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং আগুন নিভানোর যন্ত্র দিয়ে আগুন নিভাতে হবে। তাও যদি নম্ভব না হয় টেনের স্টাফ দেরকে তাড়াতারি খবর পেঁছে দিতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url