উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য এবং উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য

ভুমিকা

উদ্ভিদ ও প্রাণীর মধ্যে অবশ্যয় পার্থক্য রয়েছে। তবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে গভীর সম্পর্কও রয়েছে।

উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য এবং উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য

উদ্ভিদ ছাড়া প্রাণী অচল ও প্রাণী ছাড়া উদ্ভিদ অচল। ‍উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এদের গঠন ভেদেও রয়েছে, আকার ভেদেও রয়েছে। নিচে উদ্ভিদ ও প্রাণীর বিস্তারিত আলোচনা করা হল।

উদ্ভিদ কাকে বলে

সূর্যের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ এর মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পরে, মাটি ভেদ করে উপরে উঠে কিন্তু চলাচল করতে পারে না এবং যাদের মূল, কান্ড, শাখা প্রশাখা ও পাতা রয়েছে তাদেরকে উদ্ভিদ বলে। যেমন আম গাছ, জাম গাছ, লিচু গাছ ইত্যাদি।


প্রাণী কাকে বলে

 যার প্রাণ আছে, নিজেরে খাদ্য নিজে তৈরি করতে পারে না বা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে, উত্তেজনায় সারা দেয় তাকে প্রাণী বলে। যেমন মানুষ, গরু, ছাগল, বাঘ, বিড়াল ইত্যাদি।


উদ্ভিদ কোষ কাকে বলে

উদ্ভিদ কোষ দ্বারা গঠিত অথ্যাৎ কোষ দ্বারা গঠিত উদ্ভিদ কে উদ্ভিদ কোষ বলে। উদ্ভিদ কোষের গঠন একটু আলাদা। উদ্ভিদের কোষ টি ঝিল্লি দ্বারা আবৃত থাকে।

উদ্ভিদ কোষকে সুকেন্দ্রিক কোষ বলা হয়। 

প্রাণী কোষ কাকে বলে

জীবন আছে এমন কিছুতে যে কোষ দ্বারা গঠিত তাকে প্রাণী কোষ বাল। প্রাণী কোষের গঠন একটু জটিল।


উদ্ভিদ ও প্রাণীর প্রার্থক্য নিচে দেওয়া হল।



নং

প্রাণী

উদ্ভিদ

1

যার প্রাণ আছে, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয় এবং নিজের উচ্ছায় চলাচল করতে পারে  তাকে প্রাণী বল।

মাটি ভেদ করে উপরে উঠে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং চলাফেরা করতে পারে না তাকে উদ্ভিদ বলে।  

2

হাত, পা, চোখ, নাক, কান রয়েছে ।

শাখা প্রশাখা, ডাল পালা, পাতা উত্যাদি রয়েছে।

3

প্রাণী নিজের ইচ্ছায় চলা ফেরা করতে পারে।

উদ্ভিদ তার মূল দ্বারা এক জায়গাতে দ্বারিয়ে থাকে।

4

প্রাণী দেখতে পায় ও স্বাদ গ্রহন করতে পরে, 

উদ্ভিদ দেখতে পায়না এবং স্বাদও গ্রহন করতে পারে না।

5

প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। 

উদ্ভিদ সূর্যলোকের উপস্থিতে নিজের থাদ্য নিজে তৈরি করতে পারে।

6

প্রাণীর নির্দিষ্ট কোন আকার ও আয়তন থাকে না। শুধু অ্যামিবা ছাড়া।

উদ্ভিদের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। 

7

প্রাণীর পরিপাক তন্ত্র, শ্বাস তন্ত্র. খাদ্য নালী রয়েছে।

উদ্ভিদের শ্বাস নালী, পরিপাক তন্ত্র ও শ্বাস তন্ত্র নেই।

8

প্রাণী কঠিন খাদ্য ও তরল থাদ্য গ্রহন করতে পারে। 

উদ্ভিদ তরল ও গ্যাসীয় খাদ্য গ্রহন করে।

9

যৌন প্রজননে প্রাণী সারা দেয়।

উদ্ভিদ যৌন প্রজননে সারা দেয় না

10

প্রাণীর অঙ্গজ জনন ঘটে না।

উদ্ভিদের অঙ্গজ জনন ঘটে।

11

প্রাণী সাধারণত বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে। 

উদ্ভিদের বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়।

12

প্রাাণীদের ঘুমের প্রয়োজন হয়।

উদ্ভিদের ঘুমের প্রয়োজন হয় না।


উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য 


নং

উদ্ভিদ কোষ

প্রাণী কোষ

1

সাধারণত উদ্ভিদ কোষ আকারে বড় হয়ে থাকে। 

প্রাণী কোষ আকারে ছোট হয়।

2

উদ্ভিদ  কোষে প্লাস্টিড থাকে

প্রাণী কোষে প্লাস্টিড থাকে না

3

কোষ প্রাচীর থাকে না

কোষ প্রাচীর থাকে খাকে

4

কোষ গহ্বর আকারে বড় হয়ে খাকে।

কোষ গহ্বর ছোট হয়ে খাকে।

5

উদ্ভিদ কোষের লাইসোসোম উপস্থিতি বিরল

প্রাণী কোষে লাইসোসোম সব সময় থাকে।

6

উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকায় হাইপোটনিক বির্দীর্ণ  হয় না

প্রাণী কোষের কোষ প্রাচীর না থাকার কারনে হাইপোটনিক বির্দীর্ণ হয়।

7

নিজের আকার পরিবর্কন করতে পারে না 

প্রাণী নিজের আকার পরিবর্তন করতে পারে।

8

উদ্ভিদ কোষে গ্লাইঅক্সিজম উপস্থিত থাকে

প্রাণী কোষে গ্লাইঅক্সিজম উপস্থিত থাকে না



উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র নিচে দেওয়া হল

উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র


শেষ কথা

উপরে আমি উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য এবং উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য তুলে ধরেছি। সহজ ভাবে তুলনা করেছি। আশা করি আপনার অনেক উপকারে আসবে। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:উদ্ভিদ বিজ্ঞানের জনক কে

উত্তর: উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাসটাস কে বলা হয়।


প্রশ্ন: উদ্ভিদ কি

উত্তর: সালোক সংশ্লেশন এর মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। জীব জগতের মধ্যে বড় গোষ্ঠী। ২০২৪ সাল পর্যন্ত ২,৮৭,৬৫৫টি প্রজাতি সনাক্ত করনে সম্ভব হয়েছে।


প্রশ্ন: ভেজস উদ্ভিদ কাকে বলেে

উত্তর: এক কথায় ঔষধী উদ্ভিদকে ভেজস উদ্ভিদ বলে।


প্রশ্ন: উদ্ভিদবিদ্যার জনক কে 

উত্তর: রক্সবার্গ এবং থিওফ্রাসটাস কে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়।


প্রশ্ন: মানুষ কোন শ্রেণীর প্রাণী

উত্তর: মানুষ মেরুদন্ডী ও স্তন্যপায়ী প্রাণী বলা হয়।


প্রশ্ন: কোন প্রাণীর রক্ত সাদা

উত্তর: তেলাপোকা, ব্যাঙ, টিকটিকি ইত্যাতি প্রাণীর রক্ত সাদা হয়।


প্রশ্ন: কোন প্রাণী জল খেলে মারা যায়

উত্তর: ক্যাঙ্গারু-ইদুর জল খেলে মারা যায়। এই প্রাণী মরুভূমিতে বসবাস করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url