জলহস্তী কি খায়? জেনে নিন আজানা তথ্য

জলহস্তী

জরহস্তী প্রানী সম্পর্কে আমারা সবাই কম বেশি জানি। কিন্তু জলহস্তী সম্পর্কে সঠিক তথ্য জানিনা। জলহস্তী আফ্রিকান প্রাণী। এরা স্তন্য পায়ী প্রাণী। দেখতে এরা ছোট হলেও খুব শক্তিশালী মোটা।

জলহস্তী কি খায়?

এরা বেশির ভাগ সময় পানিতে কাটিয়ে দেয়। জলহস্তী বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়েছে। এরা বেশি শক্তিশালী হওয়াই অন্যপ্রানীরা এদরে সাথে পাঙ্গা নিতে আসে না। জলহস্তী পানিতেও থকে আবার মাটিতেও থাকে। চিড়িয়াখাতে জলহস্তীকে রাখা হয়। তবে জলহস্তীর কৃত্রিম প্রজন্ন না ঘটালে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।

জলহস্তীর আকার ও সাইজ দেখলেই সহজেই চেনা যায়। এর মুখ অনেক বড়। এদের গায়ের রং সাধারনত কালো ও ধূসর বর্ণের হয়। 


জলহস্তী কি খায়

জলহস্তীর নাম শুনলে মনে হয় এরা মাংশাসী প্রাণী। কিন্তু ধারনা সম্পুর্ণ ভূল। জলহস্তী তৃণভোজী প্রাণী। এরা সাধারণত রাতের বেলা খাবার খোজে। তাই এদের কে নিশাচর প্রাণী বলা হয়।

জলহস্তীর খাদ্য বলতে সবুজ লতাপাতা, ঘাস ও জলজ উদ্ভিদ খেয়ে থাকে। এরা এক সাথে ৩৫ কেজি পর্যন্ত ঘাস ও লতাপাতা খেতে পারে। 



এরা অন্যান্য প্রানীর তুলনায় শান্ত সভাবের। চিড়িয়া খানায় দেখেছি সবুজ সবজি খেতে। যেমন আলু, পটল, সবুজ শাক সবজী জাতীয়, লতানো গাছ, সবুজ পাতা এবং দেশী জাতের সবুজ ঘাস। 


জলহস্তী কোথায় থাকে

জলহস্তী আফ্রিকায় বেশী দেখা যায়। এরা বেশির ভাগ সময় জলে থাকে। নদীর ধারে, লেকের ধারে বসবাস করে। তবে এদেরকে মাটিতেও থাকতে দেখা যায। খাবার সংগ্রেহের জন্য সব জাগাতে দলবদ্ধ ভাবে চলা ফেরা করে। জলহস্তী ঠান্ডা পানিতে থাকতে বেশি পছন্দ করে। এরা নিজেদের সাথে বন্ধূ সুলভ সম্পর্ক গড়ে তোলে। 

জলহস্তী সাঁতার কাটতে পছন্দ করে। এরা পানির নিচে এক টানা ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত থাকতে পারে। 


জলহস্তীর আওয়াজ 

জলহস্তী রেগে গেলে জোরে হুঙ্কার শব্দ করে। এরা নিজের ক্ষমতা হারাতে চায় না। এদের আওয়াজ  হিপ্পো এর মত। এছাড়াও এরা যখন পানিতে শান্ত ভাবে থাকে তভন মুখ দিয়ে বাঙ এর মত  এবং গোত গোত আওয়াজ বের হয়। 


জলহস্তীর বংশ রক্ষা

মেয়ে জরহস্তী দুই বছর পর পর বাচ্চা দিয়ে থাকে। মেয়ে জলহস্তি নিজেকে রক্ষা করার জন্য শক্তিশালী পুরুষ জলহস্তীর গ্রুফে যোগ দান করে। মেয়ে জলহস্তী পুরুষের চাইতে আকারে ছোট হয়ে থাকে এবং নিতম্ব একটু বড় হয়। 


জলহস্তীর জীবনকাল

এরা সাধারণত ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে। জলহস্তী কখনই পরাজয় শিকার করে না। যে জলহস্তী শক্তিতে হেরে যায় তারা মৃত্যুবরন করে নতুবা শক্তিশালী জরহস্তী পতিপক্ষকে হত্যা করে। 

এরা বেশি রেগে গেলে শরীর থেকে এক ধরনের লাল পদার্থ বের হয়। ভূল করেও এটিকে রক্ত ভাববেন না। 

পূর্ণ বয়স্ক জলহস্তী ১৫০০ কেজি পর্যন্ত ওজন হয়। শক্তিশালী জলহস্তী ঘন্টায় ৩০ থেকে ৪৫ পর্যন্ত দৌড়াতে পারে।


পরিশেষ

আমরা জলহস্তী সম্পর্কে অনেক কিছু জনলাম। অনেক অজানা তথ্য শেযার করলাম। এই আর্টকেল পড়ে আপনারা অবশ্যয় উপকৃত হয়েছেন। জলহস্তী এথন বিলপ্তির পথে। পৃথিবী  থেকে হারিয়ে গেলে পরিবেশ ভারসাম্য হুমকির মুখে পরবে। সরকার ও জাতিসংঘ থেকে উদ্যগ নিতে হবে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য। ২০০৬ সালে জলহস্তীর সংখ্যাছিল ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ এর মধ্যে। পরবর্তিতে হাজির হব কোন এক বিষয় নিয়ে। ততক্ষনে ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জলহস্তী ইংরেজী কি?

উত্তর: জলহস্তী ইংরেজী হল Hippopotamus. এই প্রাণী তৃণভুজী। এরা বেশির ভাগ সময় পানিতে থাকে।


প্রশ্ন: জলহস্তী কত বছর বাঁচে?

উত্তর: জলহস্তী ৪০ থকে ৫০ বছর পর্যন্ত বেছ থাকে।


প্রশ্ন: জলহস্তী কত দিন পর বাচ্চা দেয়?

উত্তর: জলহস্তী দুই বছর পর পর বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পর নিজেরে সুরক্ষার জন্য শক্তিশালী পুরুষ জলহস্তীর  দলে যোগ দেয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url