জ্যামিতি কাকে বলে । জ্যামিতির জনক কে
জ্যামিতি হলো গণিত শাস্ত্রের একটি অংশ। আদি কাল থেকেই জ্যামিতির ব্যাবহার ছিল। জমির পরিমাপ করতে জ্যামিতি ব্যাবহার করত।
Geometry এর প্রতি শব্দ হলো জ্যামিতি। গণিত জ্যামিতি ব্যাবহার করে প্রাচীন গ্রিসে জটিল সমস্যা গুলি সমাধান করত।
জ্যামিতি কাকে বলে
জ্যামিতির সংজ্ঞা হলো গনিত শাত্রের একটি অংশ হলো জ্যামিতি। যেখানে আকার আকৃতি, চিত্র বা নকশার মধ্যে যে সম্পর্ক নিয়ে আলোচনা ও জগতের বৈশিষ্ট নিয়ে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। জ্যা অর্থ ভূমি ও মিতি অর্থ পরিমাপ। অথ্যাৎ ভুমির পরিমাপ।
জ্যামিতি শব্দের অর্থ কি
জ্যামিতি শব্দটি গ্রীক শব্দ থেকে এসছে। জ্যা অর্ত ভূমি মিতি অর্ত পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ দ্বারায় ভূমির পরিমাপ।
আরও পড়ুন
ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
জ্যামিতির জনক কে
জ্যামিতি জনক গ্রীকের মহা পন্ডিত ইউক্লিডকে বলা হয়। তিনি মিশরের একটি বিশ্ববিদ্যোলয়ের (আলেকজান্দ্রিয়া) এক জন অধ্যপক ছিলেন। কিন্তু পরবর্তিতে থেলস ও পিথাগোরাস জ্যামিতিকে পূর্ণ রুপ প্রদান করেন।
জ্যামিতি বক্স
জ্যামিতি বক্স বলতে জ্যামিতির বাক্স কে বুঝানো হয়েছে। অর্থ্যাৎ একটি বক্সের মধ্যে চাঁদা, স্কেল,পেনসিল, রাবার, কাঁটা কম্পাস, পেন্সিল কোম্পাস ও ত্রিকোনী ইত্যাদি থাকে।
আধুনিক জ্যামিতির জনক কে
গ্রীক দার্শনিক ও গণিতবিদ ইউক্লিড হচ্ছে আধুনিক জ্যামিতির জনক। ইউক্লিড হলো পৃথিবীর শ্রেষ্ট গণিতবিদ। তিনি গণিত শাস্ত্র নিয়ে তিনি অনেক গবেষনা করেছিলেন। তার অবদান এখন বর্তমান জ্যামিতি শাস্ত্র।
মূলত জ্যামিতির মৌলিক ধারনা তিন টি সেগুলো হলো রেখা, বিন্দু, সমতল।
জ্যামিতিক সমানুতা
জ্যামিতিক সমানুতা বলতে বুঝায় দুটি অনুর মধ্যে মুক্ত আবর্তন সম্ভব না হলে তখন একই আনবিক সংকেত ও একই গাঠনিক সংকেত এর মধ্যে বন্ধনের সৃষ্টি হয় তা এদের পরষ্পরকে সমানু এবং এদের বিষয়কে সমানুতা বলে।
জ্যামিতি বক্সে কি কি থাকেে
একটি জ্যামিতি বক্সে থাকে পেন্সিল, রাবার, ইরেজার, কাটা কম্পাস, পেন্সিল কোম্পাস, চাঁদা, ত্রিকোনী ও স্কেল। জ্যামিতি বক্সে যে সকল জিনিস পত্র থাকে তা সব গুলো জ্যামিতির বিভিন্ন কাজে ব্যাবহার হয়।
আরও পড়ুন
শেষ কথা
আমরা অনেকেই জ্যামিতির ব্যাবহার বুঝি না। ইউক্লিড যদি জ্যামিতির সমাধান না বের করতেন হেলে বর্তমান সমাজ আরও পিছিয়ে পড়ত। জ্যামিতি কেনো ব্যাবহার করা হয়, কোথায় ব্যাবহার করা হয়, কি ভাবে ব্যাবহার করবো তা আমরা পরবর্তি পোষ্টে শেয়ার করবো। ধন্যবাদ
কিছু প্রশ্ন ও উত্তর
জ্যামিতি অর্থ কি
জ্যা অর্থ ভুমি আর মিতি অর্থ পরিমাপ। তাহলে এর অর্থ দাড়াল ভূমির পরিমাপ। ভূমির আকার আকৃতি সম্পর্কে আলোচনাই হল জ্যামিতি।
জ্যামিতি বক্স এর দাম
জ্যামিতি বক্স এর দাম বিভিন্ন হতে পারে। জিনিসের কোয়ালিটির উপর এর দাম হয়। সাধারণত এর দাম 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হয়।
জ্যামিতি কে আবিষ্কার করেন
ইউক্লিড কে জ্যামিতির জনক বা জ্যামিতির আবিষ্কারক বলা হয়।
জ্যামিতিক প্যাটার্ন কাকে বলে
জ্যামিতিক আকারে বস্তুত আকৃতি, ছবি ও বিভিন্ন উপাদান বার বার নিজেকে পরনাবৃত্তি ঘটায় তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে।
জ্যামিতিক হার কাকে কি
জ্যামিতিক হর হলে কোন কিছু দ্বিগুন হারে বৃদ্ধি হওয়াকে জ্যামিতিক হার বলে।
জ্যামিতির ইংরেজী কি
জ্যামিতির ইংরেজী হল Geometry.
জ্যামিতিক কোন কাকে বলে
দুট রশ্মির মিলিত কোন কে জ্যামিতিক কোন বলে। এই দুটি রশ্মি একই সমতলে থাকে এবং একই স্থলে মিলিত হয়।