মেসির গোল সংখ্যা । মেসির গোল পরিসংখ্যান আলোচনা

মেসিকে চেনেনা এমন কোন ব্যাক্তি নেই। তিনি আর্জেন্টিনা দলের পেশাদার ফুটবল খেলোয়ার।

মেসির গোল সংখ্যা

গোলে রেকর্ড করে বিশ্ব রের্কড করেছেন। তার পুরো নাম লিওনের মেসি। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে হাঙ্গেরীর বিরুদ্ধে 2-1 ব্যাবধানে জয়ের পর তার অভিষেক ঘটে। মেসির গোল সংখ্যা কত তা নিচে আলোচনা করা হলো।

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা মোট13 টি। তিনি বিশ্বকাপে বেশি গোল করতে পারেন নাই। 2006 সালে থেকে 2022 সাল বিশ্বকাপ পর্যন্ত মোট তেরটি গোলের দেখা পান। 2006 সালে মাত্র একটি গোল, 2014 সালে মাত্র চারটি গোল, 2018 সালে মাত্র একটি গোল এবং সর্বশেষ 2022 সালে সাতটি গোল করেন। 

আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা

মেসি আর্জেন্টিনার হয়ে 178 টি ম্যাচ খেলে 106 টি গোল করেছেন। লিওলেন মেসি একজন পেশাদার ফুটবলার। এখন পর্যন্ত সর্বউচ্চ গোলদাতা হিসাবে খেতাব অর্জন করেছেন। এর মধ্যে

প্রীতি ম্যাচ=54 টি গোল সংখ্যা=49 টি

কোপা আমেরিকা =34 টি গোল সংখ্যা= 13টি

ফিফা বিশ্বকাপ বাছায় পর্ব= 63 টি গোল সংখ্যা= 21 টি

ফিফা বিশ্বকাপ = 26 টি গোল সংখ্যা= 13 টি

কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন= 1টি গোল সংখ্যা = 0টি


কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত

কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা হলা 6 টি। 2022 কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতেন। 2023 সালে ক্লাব ও জাতীয় দলের অবদানের জন্য ফিফা বর্ষ সেরা পুরুষ্কৃত হন। সর্ব কালের সেরা ফুটবল খেলোয়ার। কাতার বিশ্বকাপ খেলাটি ছিল লোমহর্ষকর ও আনন্দদায়ক। কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কয়টা সেটি বড় কথা নয়। কাপ জয় করা ছিল তার প্রধান লক্ষ। মেসির জীবনে এই জয়টি ছিল ঐতিহাসিক জয়।


৪ বিশ্বকাপে মেসির গোল সংখ্যা

মেসি বিশ্বের এক নম্বর ফুটবলার। তার সাথে তুলনা করার মত এখনও কোন ফুটবল প্লেয়ার জন্ম নেয়নি। বিশ্বকাপে মেসির গোল কয়টি তা হল

 মোট 13টি গোলের দেখা পেয়েছে। 2006 বিশ্বকাপ থেকে 2022 বিশ্বকাপ পর্যন্ত মোট 4টি বিশ্বকাপে 13 টি গোল করেন। 


মেসির গোল সংখ্যা ২੦২২

ফুটবল ইতিহাসে এমন কোন পুরস্কার নেই যে তিনি পাননি। 2022 সালে কাতার বিশ্বকাপে জয়টি ছিল মেসির জন্য সেরা অর্জন। কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা 13 টি । কাতার বিশ্বকাপে মেমসির গোল কয়টা সেটি বড় কথা নয় মেসির জীবনে এই বিশ্বকাটি খুবই গুরত্ব পূর্ণ ছিল এবং তিনি মন প্রান দিয়ে কাতার বিশ্বকাপ খেলেছেন।


মেসির গোল্ডেন বোট কয়টি

মেসির এই সন্মান জনক গোল্ডেন বোট জেতার আর কারো সুযোগ হয়নি। একমাত্র মেসি সর্বউচ্চ এই সন্মান পেয়েছেন। তিনি সর্বমোট ছয়বার গোল্ডেন বোট জিতেন। তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মেসির গোল্ডেন বোট তার কষ্টের ফসল। 

শেষ কথা

ফুটবল জাদুকর মেসির অনুদান আর্জেন্টিনা কোনদিন শোধ করতে পারবেনা। তিনি বিশ্বের কাছে অমূল্য সম্পদ। ফুটবল জগতে তার যে অর্জন এখন পর্যন্ত কেউ এত অর্জন করতে পারেনি। 


ফুটবল জাদুকর মেসিকে নিয়ে সেংক্ষিপ্ত আকারে লিখলাম। আশা করি পরবর্তিতে  তার জীবন ইতিহাস তুলে ধরব । সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা

উত্তর: মোট ১৭৮ টি ম্যাচ খেলে ১০৬ টি গোল করেছে।


প্রশ্ন: মেসির গোল্ডেন বল কয়টি

উত্তর: মেসির গোল্ডের বল ছয়টি।


প্রশ্ন: কাতার বিশ্বকাপে মেসির গোল কয়য়টিি

উত্তর: কাতার বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ছয়টি।


প্রশ্ন: মেসির গোল্ডেন বুট

উত্তর: মেসির গোল্ডেন বোট পেয়েছেন মোট 6 টি। তার মত গোল্ডেন বুট আর কেউ পায়নি। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url