রাজশাহী টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা

 বিজয় আলো ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। আপনে কি রাজশাহী থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী নিয়ে চিন্তিত? চিন্তার কোন কারন নেই কারন আমি আপনাকে রাজশাহী টু সান্তাহার ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি কোন কারন বশত ট্রেনের সময়সূচী পরিবর্তন করে তাহলে অবশ্যয় আপনাদের জানিয়ে দেওয়া হবে।

রাজশাহী টু সান্তাহার ট্রেনের সময়সূচী

আপনারা ষ্টেশানে কিছু সময় আগে পৌঁছানোর চেষ্টা করবেন। ট্রেনে উঠার সময় কখনই তাড়া-হুড়া করবেন না। নিজের পরিবার পরিজন নিয়ে দেখে-শুনে ট্রেনে উঠে আসন গ্রহন করিবেন। নিচে রাজশাহী টু সান্তাহার ট্রেনের সময়সূচী 2024 নিচে দেওয়া হল। 


রাজশাহী থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী 

ট্রেনের নাম

ট্রেনের কোড

বন্ধের দিন

রাজশাহী  ছাড়ে

সান্তাহার পেঁছে

উত্তরা এক্সপ্রেস

৩১

নাই



বরেন্দ্র এক্সপ্রেস

৭৩১

রবিবার

বিকাল ০৩.০০ মি

বিকাল ০৫.২০ মি

তিতুমীর এক্সপ্রেস

৭৩৩

বুধবার

সকাল ০৬.২০ মি

সকাল ০৮.৪৫ মি

বাংলাবান্ধা এক্সপ্রেস

৮০৩

শুক্রবার

রাত ০৯.০০ মি

রাত ১১.২৫ মি


আপনারা জেনে গেছেন রাজশাহী থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী 2024. এখন জানাব রাজশাহী টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা। ট্রেনের ভাড়া আগে থেকে জেনে  রাখা ভাল। আপনাদের সুবিধার জন্য নিচে ছক আকারে ভাড়ার তালিকা দেওয়া হল।


রাজশাহী টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

সিট প্লান

ভাড়ার পরিমান

Shuvan

১০৫  টাকা 

S-Chair

১২৫  টাকা 

F-seat

১৯০  টাকা 

Snigdha

২৩৬  টাকা 

AC-S

২৮২ টাকা 

শেষ কিছু কথা

সিট প্লান দেখে আপনার গন্তব্য স্থলের টিকিট ক্রয় করিবেন। আপনার সিট নাম্বার অনুযায়ী কোন বগিতে উঠতে হবে তা আগে থেকেই ষ্টেশানের কর্মরত ষ্টেশন মাস্টার এর নিকট থেকে জেনে নিবেন। ষ্টেশানে পকেট মার থেকে সাবধান থাকবেন। ‍নিজে টিকিট কাটবেন এবং অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করিবেন। ধন্যবাদ।


সচরাচর কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সান্তাহার থেকে বগুড়া যাওয়ার ট্রেন পাওয়া যায়?

উত্তর: সান্তাহার থেকে বগুড়া যাওয়ার ট্রেন নিয়মিত চলাচল করছে। এখানেই জানতে পাবেন।


প্রশ্ন: ট্রেনের লোকেশান জানার উপাই?

উত্তর: মোবাইল দিয়ে আপনি যে কোন সময় ট্রেনের লোকেশান জানতে পারবেন। tr লিখে স্পেস দিয়ে ট্রেনের কোড দিয়ে 16318 নাম্বারে সেন্ড করলে ফিরতি এসএমএস আসলে ট্রেনের অবস্থান জানতে পারবেন।


প্রশ্ন: বরেন্দ্র এক্সপ্রেস কোথায় কোথায় থামে?

উত্তর: বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মোট রাজশাহী থেকে চিলাহাটি পর্যন্ত মোট ১৬ টি ষ্টেশানে থামে। যেমন রাজশাহী, আব্দুলপুর, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাচবিবি, বিরামপুর, ফুলবাড়ী,পার্বিপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও চিলাহাটি। 


প্রশ্ন: বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন

উত্তর: বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন শুক্রবার বন্ধ থাকে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url