সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

 আপনের কি সান্তাহার টু বগুড়া ভ্রমন করতে চাচ্ছেন? তাহলে সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী জেনে থাকা ভাল। সান্তাহার থেকে বগুড়া দুটি পদ্ধতিতেই ভ্রমন করতে পারবেন।

সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী

ট্রেন যোগে ও বাস যোগে অথবা সি.এন.জিতে ভ্রমন করতে পারবেন। আমার মতে সান্তাহার টু বগুড়া ট্রেন যোগে যাওয়াই উত্তম। সময় ও ভাড়া দুটিই সাশ্রয় হবে। আপনাদের সুবিধার্থে সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী শেয়ার করা হল। যাতে আপনারা সময় মত ষ্টেশনে পৌঁছাতে পারেন। বগুড়া টু সান্তাহার ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।

সান্তাহার থেকে বগুড়া ট্রেনের সময়সূচী

সান্তাহার থেকে বগুড়া নিয়মিত ট্রেন চলাচল করছে। আপনারা অনায়েসে ট্রেন যোগে সময়মত ভ্রমন করতে পারবেন। লোকাল ট্রেন ও আন্তনগর ট্রেন যে কোন ট্রেনে ভ্রমন কতে পারবেন। 


সান্তাহার টু বগুড়া লোকাল ট্রেনের সময়সূচী

নিচে সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২৪ ছক আকারে দেওয়া হল।


নং

ট্রেনের নাম

কোড

বন্ধের দিন

ছাড়ার সময়

পৌছার সময়

পদ্মরাগ কমিউটার

২১

নাই

সকাল ০৬.৩০ মি

সকাল ০৭.৪৫ মি

উত্তরবঙ্গ মেইল

7

নাই

সকাল ০৯.৪৫ মি

সকাল ১০.৫৫মি

বগুড়া কমিউটার

১৯

নাই

দুপুর ০১.৫০ মি

দুপুর ০৩.১০ মি

কলেজ ট্রেন লোকাল

৪৯১

নাই

সন্ধা ০৬.০ মি

রাত ০৮.০৭ মি



সান্তাহার টু বগুড়া আন্তনগর ট্রেনের সময়সূচী ২০২৪

সান্তাহার থেকে বগুড়া ষ্টেশান পর্যন্ত মোট দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী ৪৪.৮ কিলোমিটার কিন্তু সান্তাহার ষ্টেশান থেকে বগুড়া ষ্টেশান পর্যন্ত মাত্র  ৪২.৮ কিলোমিটার। আন্তনগর ট্রেন সরাসরি সান্তাহার থেকে বগুড়া ষ্টেশেনে থামে। কিন্তু  কিছু ট্রেন তালোড়া ষ্টেশানেও থামে। নিচে সন্তাহার টু বগুড়া আস্তনগর ট্রেনের সময়সূচী দেওয়া হল।


নং

ট্রেনের নাম 

কোড

বন্ধের দিন

সান্তাহার পৌঁছার সময়

বগুড়া

পৌঁছার সময়

লালমনি এক্সপ্রেস

੧৫১

শুক্রবার

রাত ০৩.৪৫ মি

রাত ০৪.০ মি

করতোয়া এক্সপ্রেস

৭১৩

বুধবার

সকাল ০৯.১৫ মি

সকাল ০৯.৫ মি

দোলনচাঁপা এক্সপ্রেস

੧৬৭

নাই

দুপুর ১১.০০ মি

দুপুর ১১.৪ মি

রংপুর এক্সপ্রেস

৭৭১

সোমবার

বিকাল ০৩.০ মি 

বিকাল ০৩.৫ মি

বুড়িমারী এক্সপ্রেস

৮੦৯

মঙ্গল বার

দুপুর ০২.১৫মি

দুপুর ০৩.০০মি


সান্তাহার টু বগুড়া ট্রেনের ভাড়া ২০২৪

সান্তাহার থেকে বগুড় পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বউচ্চ ২০ টাকা পর্যন্ত হয়ে থাকে।লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা বেশি থাকায় ট্রেনে অনেক ভিড় হয়। তাই সাবধানে ট্রেনে উঠবেন। 


সান্তাহার টু বগুড়া আন্তনগর ট্রেনের ভাড়া জন প্রতি শোভন ৪৫ টাকা, চেয়ার ৫০ টাকা, এবং প্রথম আসন ৯০ টাকা মাত্র।  



পরিশেষ কিছু কথা

রেল আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। তাই নিজে টিকেট কাটি অন্য জন কে টিকেট কাটার উৎসাহ করি। সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।


ট্রেন ছাড়ার কিছু আগে ষ্টেশানে পেঁছাবেন এবং টিকেট কাটবেন। ট্রেনে উঠার সময় তাড়া-হুড়া করবেন না একটু ভূলের কারনে আপনার সারা জীবনের কান্না হতে পারে। আগে নামতে দিবেন তারপর উঠবেন। পকেট-মার হইতে সাবধান। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক ধন্যবাদ


সচরাচর কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সান্তাহার ষ্টেশনের কত নং প্লাটফ্রমে বগুড়ার ট্রেন দারায়

উত্তর: ষ্টেশানের ৪ নং প্লাটফ্রম বা ষ্টেশানের পূর্ব  সাইটে ট্রেন দ্বারায়।


প্রশ্ন: ট্রেনের টিকিট কাটার নিয়ম

উত্তর: ষ্টেশান  গিয়ে সরাসরি টিকিট কাটতে পরবেন এবং অনলাইনে অথবা অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন।


প্রশ্ন: ট্রেনের অবস্থান জানার উপায়

উত্তর: আপনার মোবাইলের এস.এম.এস অপমানে গিয়ে টাইপ করুন  tr স্পেস ট্রেনের কোড এরপর পাঠিয়ে দিন ১৬৩১৮ নাম্বারে। যেমন tr 771 সেন্ড 16318. ফিরতি এস.এম.এস এ পেয়ে যাবেন ট্রেনের অবস্থান।


প্রশ্ন: সান্তাহার টিকেট কাউন্টার কোথায়?

উত্তর: সরকারী ট্রেনের টিকিট কাউন্টার ষ্টেশানের পূর্ব পার্শ্বে এবং বগুড়া ট্রেনের টিকেট কাউন্টার ৪ নং প্লাটফ্রমে রয়েছে। তবে বে-সরকারী ট্রেনের টিকেট ষ্টেশানের উপরেই পাওয়া যায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url