সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা
ভূমিকা
আবার হাজির হলাম সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী আপডেট খবর নিয়ে। আপনে নিশ্চয় ভালো আছেন?
আপনে কি সান্তাহার থেকে নাটোর ট্রেনের সময়সূচী জানতে চাচ্ছেন। আশা করি এখানেই সব খবর পেয়ে যাবেন। সান্তাহার থেকে নাটোর পর্যন্ত মাত্র ৫০ কিলোমিটার। আন্তনগর ও লোকাল ট্রেনে নাটোর ভ্রমন করতে পারবেন। আশা করি সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করব।
সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী
আপনাদের মাঝে প্রথমে শেয়ার করব আন্তনগর ট্রেনের সময়সূচী। আন্তনগর বা ইন্টারসিটি ট্রেনের ভভ্রমন করতে চাইলে লোকাল ট্রেনের চাইতে ভাড়া একটু বেশি। নিচে সান্তাহার টু নাটোর আন্তনগর ট্রেনের সময়সূচী ছক আকারে দেওয়া হল
সান্তাহার থেকে নাটোর আন্তনগর ট্রেনের সময়সূচী
এবার আলোচনা করব সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী লোকাল ট্রেন নিয়ে। যদি আপনারা সান্তাহার থেকে নাটোর লোকাল ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে লোকাল ট্রেনের সময়সূচী আপনার জন্য নিচে দেওয়া হল।
সান্তাহার টু নাটোর লোকাল ট্রেনের সময়সূচী
লোকাল ট্রেনের ভাড়া তুলনা মুলক অনেক কম। অল্প টাকার দিয়ে লোকাল ট্রেনের মাধ্যমে সান্তাহার থেকে নাটোর যেতে পারবেন।
সান্তাহার থেকে নাটোর লোকাল এবং আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। সাধারনত ট্রেনের আসন অনুযায়ী ভাড়া নির্ধারন করেছে।
সান্তাহার টু নাটোর আন্তনগর ট্রেনের ভাড়ার তালিকা
সান্তাহার টু নাটোর লোকাল ট্রেনের ভাড়া একে বারে হাতের নাগালে। বাসে বা অন্যান্য যানবাহনে গেলে আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে। আর লোকাল ট্রেনের ভাড়া মাত্র ১৫ থেকে ২০ টাকা। এই লোকাল ট্রেন গুলো পাবলিক কোম্পানি পরিচালনা করে।
আমি মনে করি আপনার জন্য খুব দরকারী একটা পোষ্ট। আপনার গন্তব্য এবং সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী অনুযায়ী ষ্টেশানে কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট আগে পৌছাবেন। আশা করি টিকিট কেটে ট্রেন ভ্রমন করিবেন কারন। টিকিট না কেটে ট্রেন ভ্রমন করিলে আপনে বিপদে পরতে পারেন। নিজে টিকেট কাটুন এবং অপরকে টিকিট কাটতে উৎসাহিত করুন। ট্রেনে উঠার সময় এবং নামার সময় সাবধানতা অবলম্বন করুন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ট্রেনের অবস্থান জানার উপায়
উত্তর। ট্রেনের অবস্থান জানতে হলে প্রথমে জনতে হবে ট্রেনের কোড নং। আপনের যে ট্রেনের অবস্থান জারতে চান সেই টেনের কোড দিয়ে এম.এম.এস এর মাধ্যমে জনা যায়। আপনার মোবাইলের এস.এম.এস অপশানে গিয়ে টাইপ করুন tr স্পেস ট্রেনের কোড তারপর পাঠিয়ে দিন 16318 নাস্বারে। ফিরতি এস.এম.এস এ আপনার কাঙ্কিত ট্রেনের অবস্থান জানতে পারবেন। যেমন tr 806 লিখে সেন্ড করুন 16318 নাম্বারে।
প্রশ্ন: ট্রেন ষ্টেশানে কতক্ষন দারিয়ে থকেে
উত্তর: যাত্রীদেরকে উঠা ও নামার জন্য ২ থেকে ৫ মিনিট সময় দিয়ে থাকে। প্রয়োজনে আরো সময় দেয়।
প্রশ্ন: ট্রেন এর বাংলা কি?
উত্তর: ট্রেন এর বাংলা রেলগাড়ী। ট্রেন শব্দটি প্রাচীন ফরাসী শব্দ ট্রাহিনার থেকে এসেছে। যার অর্থ হল টানা বা টেনে আসা।
প্রশ্ন: বাংলাদেশে রেলওয়ে কত প্রকার?
উত্তর: বর্তমানে বাংলাদেশে দুটি রেলপথ চালু আছে (১) মিটার গেজ (২) ব্রডগেজ
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রেল ষ্টেশনের নাম কি?
উত্তর: বাংলাদেশের প্রথম রেলষ্টেশনের নম হল কুষ্টিয়ার জগতি ষ্টেশান। এটি ১৮৬২ সালে প্রথম চালু হয়। ব্রিটিশ আমলে কুষ্টিয়া থেকে কলকাতার শিয়ালদহ পর্যন্ত ব্রিটিশদের সুবিধার্থে এই সংযোগ চালু করে।