সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা

ভূমিকা

আবার হাজির হলাম সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী আপডেট খবর নিয়ে। আপনে নিশ্চয় ভালো আছেন?

সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী

আপনে কি সান্তাহার থেকে নাটোর ট্রেনের সময়সূচী জানতে চাচ্ছেন। আশা করি এখানেই সব খবর পেয়ে যাবেন। সান্তাহার থেকে নাটোর পর্যন্ত মাত্র ৫০ কিলোমিটার। আন্তনগর ও লোকাল ট্রেনে নাটোর ভ্রমন করতে পারবেন। আশা করি সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করব।

সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী

আপনাদের মাঝে প্রথমে শেয়ার করব আন্তনগর ট্রেনের সময়সূচী। আন্তনগর বা ইন্টারসিটি ট্রেনের ভভ্রমন করতে চাইলে লোকাল ট্রেনের চাইতে ভাড়া একটু বেশি। নিচে সান্তাহার টু নাটোর আন্তনগর ট্রেনের সময়সূচী ছক আকারে দেওয়া হল



সান্তাহার থেকে নাটোর আন্তনগর ট্রেনের সময়সূচী


নং

ট্রেনের নাম 

ট্রেনের নাম্বার

বন্ধের দিন

সান্তাহার পৌঁছার সময়

নাটোর পৌঁছার সময়

বরেন্দ্র এক্সপ্রেস

৭৩২

রবিবার

সকাল ০৮.৪৫ মি

সকাল.৩ মি

রুপসা এক্সপ্রেস

৭২৮

বৃহস্পতি বার

দুপুর ১২.০০ মি

দুপুর ১২.৫২ মি

একতা এক্সপ্রেস

੧০৬

নাই

রাত ০২.১ মি

রাত ০৩.১৩ মি

দ্রুতযান এক্সপ্রেস 

৭৫৮

নাই

দুপুর ১.০মি

দুপুর ০১.৪৪ মি

বাংলাবান্ধা এক্সপ্রেস

৮০৪

শনিবার

দুপুর ০২.৩০মি

বিকেল ০৩.৩৮মি

তিতুমীর এক্সপ্রেস

৭৩৪

বুধবার

সন্ধা ০৬.৫৫ মি

সন্ধা ੦৭.৫ মি

নীলসাগর এক্সপ্রেস

৭৬৬

রবিবার

রাত ১১.২০ মি

রাত ১২.১০ মি

সীমান্ত এক্সপ্রেস

৭৪৮

সোমবার

রাত ১০.১০ মি

রাত ১১.৫৫ মি

পঞ্চগড় এক্সপ্রেস

৭৯৪

নাই

বিকেল ০৪.০মি

বিকেল ০৫.৩৬ মি

১০

রংপুর এক্সপ্রেস

৭৭২

রবিবার

রাত ১২.০৭ মি

রাত ০১.০৭ মি

১১

লালমনি এক্সপ্রেস

৭৫২

শুক্রবার

দুপুর ০১.৩৫মি

দুপুর ০২.২৩মি

১২

কুড়িগ্রাম এক্সপ্রেস

৭৯৮

বুধবার

সকাল ১১.২০ মি

সকাল ১২.১৭ মি

১৩

চিলাহাটি এক্সপ্রেস

৮০৬

শনিবার

সকাল ০৯.১৫ মি

সকাল ১০.০০ মি

 

এবার আলোচনা করব সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী লোকাল ট্রেন নিয়ে। যদি আপনারা সান্তাহার থেকে নাটোর লোকাল ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে লোকাল ট্রেনের সময়সূচী আপনার জন্য নিচে দেওয়া হল।



সান্তাহার টু নাটোর লোকাল ট্রেনের সময়সূচী

লোকাল ট্রেনের ভাড়া তুলনা মুলক অনেক কম। অল্প টাকার দিয়ে লোকাল ট্রেনের মাধ্যমে সান্তাহার থেকে নাটোর যেতে পারবেন।


নং

ট্রেনের নাম 

ট্রেনের নাম্বার

বন্ধের দিন

সান্তাহার পৌঁছার সময়

নাটোর পৌঁছার সময়

1

রকেট মেইল

২৪

নাই

দুপুর ১২.৫৫ মি

বিকেল ০৪.১০

মি

2

উত্তরা মেইল

৩২

নাই

সকাল ০৬.২০ মি

সকাল ০৮.১১ মি


সান্তাহার টু নাটোর ট্রেনের ভাড়া

সান্তাহার থেকে নাটোর লোকাল এবং আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। সাধারনত ট্রেনের আসন অনুযায়ী ভাড়া নির্ধারন করেছে। 

সান্তাহার টু নাটোর আন্তনগর ট্রেনের ভাড়ার তালিকা


নং

আসন বিন্যাস

ভাড়ার পারমান

শোভন

৪৫ টাকা 

শোভন চেয়ার

৫৫ টাকা 

প্রথম সিট

৯০ টাকা 

স্নিগ্ধা

১০০ টাকা 

প্রথম বার্থ

১১০ টাকা 

এসি সিট

১১০ টাকা 

এসি বার্থ

১৬০ টাকা 


সান্তাহার টু নাটোর লোকাল ট্রেনের ভাড়া একে বারে হাতের নাগালে। বাসে বা অন্যান্য যানবাহনে গেলে আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে। আর লোকাল ট্রেনের ভাড়া মাত্র ১৫ থেকে ২০ টাকা। এই লোকাল ট্রেন গুলো পাবলিক কোম্পানি পরিচালনা করে। 


শেষে কিছু কথা

আমি মনে করি আপনার জন্য খুব দরকারী একটা পোষ্ট। আপনার গন্তব্য এবং সান্তাহার টু নাটোর ট্রেনের সময়সূচী অনুযায়ী ষ্টেশানে কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট আগে পৌছাবেন। আশা করি টিকিট কেটে ট্রেন ভ্রমন করিবেন কারন। টিকিট না কেটে ট্রেন ভ্রমন করিলে আপনে বিপদে পরতে পারেন। নিজে টিকেট কাটুন এবং অপরকে টিকিট কাটতে উৎসাহিত করুন। ট্রেনে উঠার সময় এবং নামার সময় সাবধানতা অবলম্বন করুন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ।


কিছু প্রশ্ন ও উত্তর

 প্রশ্ন: ট্রেনের অবস্থান জানার উপায়

উত্তর। ট্রেনের অবস্থান জানতে হলে প্রথমে জনতে হবে ট্রেনের কোড নং। আপনের যে ট্রেনের অবস্থান জারতে চান সেই টেনের কোড দিয়ে এম.এম.এস এর মাধ্যমে জনা যায়। আপনার মোবাইলের এস.এম.এস অপশানে গিয়ে টাইপ করুন  tr স্পেস  ট্রেনের কোড তারপর পাঠিয়ে দিন 16318 নাস্বারে। ফিরতি এস.এম.এস এ আপনার কাঙ্কিত ট্রেনের অবস্থান জানতে পারবেন। যেমন tr 806 লিখে সেন্ড করুন 16318 নাম্বারে। 


প্রশ্ন: ট্রেন ষ্টেশানে কতক্ষন দারিয়ে থকেে

উত্তর: যাত্রীদেরকে উঠা ও নামার জন্য ২ থেকে ৫ মিনিট সময় দিয়ে থাকে। প্রয়োজনে আরো সময় দেয়। 


প্রশ্ন: ট্রেন এর বাংলা কি?

উত্তর: ট্রেন এর বাংলা রেলগাড়ী। ট্রেন শব্দটি প্রাচীন ফরাসী শব্দ ট্রাহিনার থেকে এসেছে। যার অর্থ হল টানা বা টেনে আসা। 


প্রশ্ন: বাংলাদেশে রেলওয়ে কত প্রকার?

উত্তর: বর্তমানে বাংলাদেশে দুটি রেলপথ চালু আছে (১) মিটার গেজ (২) ব্রডগেজ


প্রশ্ন: বাংলাদেশের প্রথম রেল ষ্টেশনের নাম কি?

উত্তর: বাংলাদেশের প্রথম রেলষ্টেশনের নম হল কুষ্টিয়ার জগতি ষ্টেশান। এটি ১৮৬২ সালে প্রথম চালু হয়। ব্রিটিশ আমলে কুষ্টিয়া থেকে কলকাতার শিয়ালদহ পর্যন্ত ব্রিটিশদের সুবিধার্থে এই সংযোগ চালু করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url