সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী 2024 ও ভাড়ার তালিকা

 আপনাকে স্বাগতম। আপনের কেমন আছে? আশা করি ভালই আছেন। আপনের নিশ্চয় সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪ খুঁজতিছেন? আপনের সঠিক সাইটেই এসেছেন।

সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী

আমি আপনাকে সান্তাহার থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ দেওয়ার চেষ্টা করব। ধর্য

সহকারে পড়তে থাকে। সান্তাহার থেকে রাজশাহী নিয়মিত ট্রেন চলাচল করছে। নিচে সময়সূচী দ্রেয়া হল।


সান্তাহার টু রাজশাহী রুটে উত্তরা এক্সপ্রেস ৩২, বরেন্দ্র এক্সপ্রেস ৭৩২, বাংলাবান্ধা ৮০৪, তিতুমীর এক্সপ্রেস ৭৩৪ ট্রেন গুলো চলাচল করছে। 


সান্তাহার থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী 

ট্রেনের নাম 

ট্রেনের কোড

বন্ধের দিন

সান্তাহার পৌঁছে

রাজশাহী পৌঁছে

উত্তরা এক্সপ্রেস

৩২

নাই

সকাল ০৬.১০ মি

সকাল ১০.২০ মি

বরেন্দ্র এক্সপ্রেস

৭৩২

রবিবার

সকাল ০৮.৪৫ মি

সকাল ১১.১০ মি

বাংলাবান্ধা এক্সপ্রেস

৮০৪

শনিবার

দুপুর ০২.৩০ মি

বিকাল ০৫.৩৫ মি

তিতুমীর এক্সপ্রেস

৭৩৪

বুধবার

সন্ধা ০৬.৫৫ মি

রাত ০৯.৩০ মি


উপরে আলোচনা করলাম সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী নিয়ে। এবার আলোচনা করব সান্তাহার থেকে রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা নিয়ে। ট্রেনের ভাড়া অন্যান্য যানবাহনের তুলনায় অনেক কম। তাই বেশির ভাগ যাত্রী ট্রেনে ভ্রমন করে। 


সান্তাহার টু রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ভাড়া (সান্তাহার টু রাজশাহী)


আসনের ধরন 

ট্রেনের ভাড়া

S-Chair

১২৫ টাকা 



বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ভাড়া (সান্তাহার টু রাজশাহী)


আসনের ধরন

ট্রেনের ভাড়া 

AC-S

২৮২ টাকা 

S-Chair

১২৫ টাকা 

Snigdha

২৩৬ টাকা 

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়া (সান্তাহার টু রাজশাহী)


আসনের ধরন

ট্রেনের ভাড়া 

F-seat

১৯০ টাকা 

S-Chair

১২৫ টাকা 

Shovan

১০৫টাকা 



শেষ কিছু কথা

উত্তরা এক্সপ্রেস ট্রেনটি লোকাল। এই ট্রেনটি পাবলিক কোম্পানি দ্বারা পরিচালিত। এই ট্রেনের ভাড়া অতি কম হওয়ায় যাত্রী সংখ্যা অনেক বেশি থাকে। উত্তরা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিয়ে আলোচনা করলাম না। যদি কোন প্রশ্ন বা বলার থাকে অবশ্যয় কমেন্টে জানাবেন। আপনা যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ। 


প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সান্তাহার টু রাজশাহী রোটে কয়টি ট্রেন চলাচল করছে?

উত্তর: সান্তাহার টু রাজশাহী রুটে তিনটি এক্সপ্রেস ট্রেন এবং একটি লোকাল ট্রেন চলাচল করছে।


প্রশ্ন: ট্রেনের টিকিট রিফান্ড করার নিয়ম

উত্তর: আপনার ইউজার আডি ও পাসওযার্ড দিয়ে লগইন করুন। তারপর ক্রয় হিস্টরিতে ক্লিক করুন সেখানে আপনার টিকিট ক্রয় এর হিস্টরি দেখতে পবেন। তারপর টিকিট ক্যান্সেল অপশানে ক্লিক করুন। এর পর কনফার্ম বাটনে কিল্ক করুন। তারপর আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই কোড বসিয়ে দিলেই আপনার টিকিট বাতিল হয়ে যাবে।


প্রশ্ন: ইন্ডিয়ান ট্রেনের টিকিট কি ভাবে কাটব?

উত্তর: প্রয়োজনীয় কাগজপত্র  সঙ্গে নিয়ে স-শরীরে হাজির হয়ে ঢাকা স্টেশান থেকে টিকিট ক্রয় করতে হবে।


প্রশ্ন: সান্তাহার থেকে ট্রেন যোগে রাজশাহী যেতে কত সময় লাগে?

উত্তর: ট্রেন যোগে রাজশাহী যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url