সোনাতলা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী 2024 ও ভাড়ার তালিকা

 আপনে কি সোনাতলা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী খুজতিছেন? চিন্তা কেন এখানেই সকল আপডেট খবর পেয়ে যাবেন। আমার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। আশা করি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। 

সোনাতলা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী

সোনাতলা থেকে বগুড়াতে আসার একমাত্র ভাল মাধ্যম ট্রেন। আন্তনগর এবং লোকাল ট্রেনে সোনাতলা থেকে বগুড়াতে আসতে পারবেন। ট্রেনের সময়সূচী নিচে দেখুন।


সোনাতলা টু বগুড়া ট্রেনের সময়সূচী

আপনে কি সোনাতলা থেকে আন্ত:নগর ট্রেনে বগুড়াতে আসতে চাচ্ছেন? তাহলে এই সময়সূচী আপনার জন্য।

সোনাতলা থেকে বগুড়া আন্তনগর ট্রেনের সময়সূচী


ট্রেনের নাম

বন্ধের দিন 

ট্রেনের কোড

সোনাতলা পৌঁছার সময়

বগুড়া পৌঁছার সময়

লালমনি এক্সপ্রেস

৭৫২

শুক্রবার

দুপুর ১২.১৯ মি

দুপুর ১২.৫১ মি

করতোয়া এক্সপ্রেস

৭১৪

বুধবার

রাত ০৯.১১মি

রাত ০৯.৪৫ মি

দোলনচাঁপা এক্সপ্রেস

৭৬৮

নাই

দুপুর ০২.০০ মি

দুপুর ০২৪০ মি

রংপুর এক্সপ্রেস

৭৭২

রবিবার

রাত ১০.৪৭ মি

রাত ১১.১৯ মি






সোনাতলা থেকে বগুড়া লোকাল ট্রেনের সময়সূচী


ট্রেনের নাম

বন্ধের দিন 

ট্রেনের কোড

সোনাতলা পৌঁছার সময়

বগুড়া পৌঁছার সময়

পদ্মরাগ এক্সপ্রেস

নাই

২২

বিকাল ০৫.৩৫ মি

সন্ধা ০৬.৫২ মি

উত্তরবঙ্গ মেইল

নাই

দ্রত জানানো হবে


বগুড়া কমিউটার

নাই

২০

সদ্রত জানানো হবে 

সকাল ১০.৫০মি

কলেজ ট্রেন লোকাল

নাই

৪৯২

সদ্রত জানানো হবে 

সকাল ০৮.৩৮ মি







এতক্ষন আপনারা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানলেন। এখন আলোচনা করব ট্রেনের ভাড়া নিয়ে ।

সোনাতলা টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা

বগুড়া টু সোনাতলা আন্তনগর ট্রেনর ভাড়া যথাক্রমে শোভন ৪৫ টাকা, সাধারন চেয়ার টাকা ৫০ টাকা এবং এসি চেয়ার ৫৫ টাকা। 

এছাড়া যে কোন লোকাল ট্রেনের ভাড়া মাত্র ১৫ থেকে ২০ টাকা। 


মন্তব্য

সোনাতলা থেকে ট্রেন যোগে বগুড়াতে আসতে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগবে। আর লোকাল ট্রেনে আসতে এক ঘন্টার মত সময় লাগবে। ট্রেনে উঠার সময় অবশ্যয় সাবধানতা অবলম্বন করবেন। কোন কাজেই তাড়া-হুড়া করা ঠিক নয়। ষ্টেশানে বা ট্রেনে বকেট মার হইতে সাবধান থাকবেন। 

বগুড়া টু সোনতলা ট্রেনের সময়সূচী জানতে ক্লিক করুন।

কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: দোলনচাঁপা এক্সপ্রেস সাপ্তাহিক ছুটি

উত্তর: দোলনচাঁপ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। 


প্রশ্ন: করতোয়া এক্সপ্রেস বন্ধের দিন

উত্তর: করতোয়া এক্সপ্রেস ট্রেন বুধবারে বন্ধ  থাকে। 


প্রশ্ন: সোনাতলা ষ্টেশানে আন্ত:নগর ট্রেন কয়টি দারায়

উত্তর: মোট চারটি আন্ত:নগর ট্রেন সোনাতলা ষ্টেশানে দারায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url