কাঠ মিস্ত্রির যন্ত্রপাতির নাম ও যন্ত্রপাতির ব্যবহার জেনে নিন

ভুমিকা

কাঠমিস্ত্রিদের নিজস্ব যন্ত্রপাতি থাকে। এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে কাঠমিস্ত্রিরা কাঠের এক আশ্চর্য শৈল্পিক রুপ দান করে। আজ আমি আপনাদের সামনে কাঠমিস্ত্রির যযন্ত্রপাতির নাম ও এদের ব্যবহার সম্পর্কে বেসিক ধারনা দিব। রাজমিস্ত্রির যেমন যন্ত্র রয়েছে ঠিক তেননি কাঠমিস্ত্রিদেরও যন্ত্র রয়েছ।

কাঠ মিস্ত্রির যন্ত্রপাতির নাম

আদি কাল থেকেই কাঠমিস্ত্রিদের অবদান অনেক। আদি কাল থেকেই কাঠ খোদায় করে তারা কাঠের পাত্র ও অন্যান্য পাত্র তৈরি করত। আর এই  সকল পাত্র তৈরি করার জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করত। কাঠমিস্ত্রির যন্ত্রপাতির নাম আপনারা হইত কিছুটা জানেন। কোন যন্ত্র কি কাজে ব্যববহার হয় তা নিচে আলাচনা করা হল।



কাঠমিস্ত্রি কাকে বলে?

যে সকল মিস্ত্রি কাঠের কাজ করে এবং বিশেষ যন্ত্র ব্যবহার করে কাঠের যে বিশেষ আকার দান করে তাকে কাঠমিস্ত্রি বলে। কাঠমিস্ত্রিরা ছুতোর নামেও পরিচিত। কিছু হিন্দু সমাজ কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। হিন্দু সমাজে যারা কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের সূত্রধর বলাহয়। সূত্রধর বা ছুতোর নামটি তাদের বংশীয় পদবী।


কাঠের তৈরি জিনিস

 কাঠমিস্ত্রিরা কাঠ দিয়ে হরেক রকমের আসবাপপত্র  তৈরি করে যেমন খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, দরজা, জানালা ইত্যাদি। এই সকল আসবাপপত্র তৈরি করতে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যববহার করে। এই সকল যন্ত্রের নাম ও ব্যবহার রয়েছ। 


tools কাঠ মিস্ত্রির  যন্ত্রপাতির নাম 

কাঠমিস্ত্রির যন্ত্রপাতির নাম নিম্নে পর্যায় ক্রমে বর্ণনা করা হল


১) হাতুড়ি: হাতুড়ি নাম যন্ত্র দিয়ে বল প্রয়োগ করে কাঠ কাটার কাজে ব্যবহার করে। এটি লোহার তৈরি এবং হাতল কাট বা বাঁশের হয়। 


২) করাত: করাত হল লোহার তৈরি কাঠ কাটার কাজে ব্যবহার হয়। এই যন্ত্রের ছোট ছোট ধারাল দাঁত থাকে। কাঠকে সমান পরিমাপে কাটতে কাঠমিস্ত্রি এই করাত নামক যন্ত্র ব্যববহার করে।


৩) ড্রিল বা বর্মা:কাঠ ফুৃটো করার কাজে  এই ড্রিল যন্ত্রটি কাঠমিস্ত্রি ব্যবহার করে। এই ড্রিল হাত দিয়ে ঘুড়াইতে হয়।


৪) বাটালি বা চিজল: কাঠকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কাটতে বাটালি ব্যবহার করে। এই বাটালি দিয়ে কাঠমিস্ত্রি মনের মত করে তার শিল্পকে ফুটিয়ে তোলে। এটি লোহার তৈরি খুব ধারাল যন্ত্র। এর এক মাথা ছেনির মত দেখতে এবং এর হাতল কাঠের হয়।


৫) হ্যাকস ব্লেড: এটি ক্ষুদ্র ও সুক্ষ্ন পরিমাপ কাঠ কাটার কাজে ব্যবহার করে। এর হাতল লোহার তৈরি। এই ব্লেড দিয়ে লোহার রড কাটার কাজেও ব্যববহার করে থাকে।


৬) কুঠা: এই যন্ত্র দেখতে কুড়াল এর মত। কুঠার আকারে ছোট হয়। এই যন্ত্র দিয়ে কাঠ বিভিন্ন আকারে সাইজ করার কাজে ব্যবহার করে।


৭) বৈদ্যুতিক ড্রিল মেশিন: এই ড্রিল মেশিন বিদ্যুত দিয়ে চলে। মোটা বা ভারি কাঠের ড্রিল করতে এই যন্ত্র ব্যবহার করা হয়। এই মেশিন দিয়ে খুব দ্রত কাজ করা যায়।


৮) শিরিষ কাগজ: অসমতলকে সমতল করার কাজে শিরিষ কাজ ব্যবহার করে।  এই কাগজ দিয়ে কাঠের উপর ঘষলে কাঠ মসৃণ ও সমতল হয়।



৯) টেপ বা ফিতা (পরিমাপক যন্ত্র): এটি দিয়ে দৈঘ্য, প্রস্ত, উচ্চতা ইত্যাদি পরিমাপ করা হয়। টেপ বা ফিতা সাধারণত কাপড়, প্লাষ্টিক ও অন্যান্য ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়।


১০) বৈদ্যুতিক করাত: এটি একটি আধুনিক যন্ত্র। বৈত্যুতিক করাত দিয়ে অতি সহজেই যে কোন আকারের কাট কাটা যায়। এই যন্ত্র আবিষ্কারের ফলে কাঠমিস্ত্রিদের কষ্ট কম করতে হয়। 


১১) স্ক্রু ড্রাইভার: এই যন্ত্র দিয়ে যে কোন স্ক্রু টাইট দিতে ব্যবহার করা হয়। এটি লোহার তৈরি এবং হাতল প্লাষ্টিক বা কাঠের হয়।


১২) লেভেল: এই যন্ত্র দিয়ে কাঠের লেভেল ঠিক রাখার জন্য খুব দরকারী একটি টুলস। কাঠ দিয়ে কোন কিছু তৈরি করতে গেলে নিখুত ভাবে লেভেল ঠিক রাখার জন্য এই যন্ত্র প্রয়োজন।


১৩) ক্রবার বা কাকদন্ড: এই যন্ত্রদিয়ে কাট থেকে পেরক উঠানোর কাজে ব্যবহার করা হয়। এটি লোহার রড দিয়ে তৈরি এক মাথা বাঁকানো থাকে। 


১৪) ফ্লাট ফাইল: কাঠ কাটার যন্ত্রে ধার দেওযার কাজে এবং অমসৃণ স্থানকে ঘষে মসৃণ করা হয়।


১৫) বেঞ্চ ভাইস: কোন কিছু শক্ত করে ধরে রাখার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। আগে কাঠের সাইচ করতে বা মসৃন করতে এক জন লোক কাঠটিকে ধরে রাখতে হত। এখন এই যন্ত্র আবিষ্কারের ফলে আর কোন বারতি লোক প্রয়োজন হয় না


১৬) ট্রাই স্কয়ার: যে কোন বস্তুকে ৯০° কোন করে মাপার যন্ত্রকে ট্রাই স্কয়ার। এটি কাঠ বা স্টিলের তৈরি হয়। কাঠ মিস্ত্রিরা এই ট্রাই স্কয়ার দিয়ে ৯০° কোনে কোন কিছু মাপার প্রয়োজন হলে এই স্কেল ব্যবহার করে। 



১৭) সেন্টার পাঞ্চ: কাঠ সঠিক ভাবে ছিদ্র বা জোড়া দেওয়ার জন্য যে টুলস দিয়ে দাগ কেটে নেওয়া হয় তাকে সেন্টার পাঞ্চ বলে।


১৮) স্টিল টেপ: দৈঘ্য, প্রস্ত ও উচ্চতা মাপার জন্য স্টিল টেপ ব্যবহার করা হয়।


১৯) পুটিং ছুরি: কাঠের জোড়া বা অন্যান্য অংশ পুটিং করার প্রয়োজন হলে তা পুটিং ছুরি দিয়ে পুটিং করা হয়। এত কাঠ দিয়ে তৈরি করা জিনিস সুন্দর দেখায়।

২০) উড প্লানার: এটি কাঠের হ্যান্ডেল যুক্ত ধারালো অস্ত্র। এটি দিয়ে কাঠ চাঁছার কাজে ব্যবহার করে। অথ্যাৎ কাঠের কোন সাইট  বা পুরো অংশ জুরে অসমান থাকে তখন উড প্লানার 

মন্তব্য

এতক্ষন কাঠমিস্ত্র যে সকল যন্ত্র নিয়ে কাজ করে তা উপরে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাঠমিস্ত্রির ব্যবহিত অনেক যন্ত্র রয়েছে। তার মধ্যে চনপ্রিয় টুলস নিয়ে আলোচনা করেছি। আপনাদের কোন নাম জানা থাকলে অবশ্যয় কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: কাঠ মিস্ত্র ইংরেজী

উত্তর: কাঠ মিস্ত্রি english meaning হল Carpenter.


প্রশ্ন: যারা কাঠের কাজ করে তাদেরকে কি বলা হয়?

উত্তর: যারা কাঠের কাজ করে তাদেরকে কাঠমিস্ত্র বা  ছুতোর বা সূত্রধর বলাহয়।


প্রশ্ন: ছুতার বলা হয় কাদের?

উত্তর: যারা কাট নিয়ে কাজ করে এবং জীবিকা নির্বাহ করে তাকে ছুতার বলা হয়।  হিন্দু সমাজে যারা কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের ছুতার বলে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url