কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সুফল ও কুফল
ভূমিকা
কৃষি আছে বলেই মানব সভ্যতা টিকে আছে। বিশ্বের প্রতিটি দেশে কৃষক তার জমিতে ফসল ফলায়। আর ফসল ফলানোর জন্য তার প্রয়োজন যন্ত্রপাতি। আদি কাল থেকে শুরু করে বর্তমান সমাজ পর্যন্ত কৃষি কাজে কৃষক বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে আসছে। এই সকল যন্ত্রপাতি পর্যায় ক্রমে উন্নত হয়েছে। আগে কৃষি কাজে ব্যবহার হত পুরাতন যন্ত্রপাতি এবং আধুনিক কালে ব্যবহার হয় আধুনিক যন্ত্রপাতি।
যত দিন যাচ্ছে ততই কৃষি কাজে উন্নতি ঘটছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষক তার জমিতে দ্রত ফসল ফলাতে পারছে। আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষিতে সবুজ বিপ্লব ঘটেছে। কৃষিতে আরও
উন্নতি ঘটানোর জন্য কৃষি বিজ্ঞান প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সুফল ও কুফল নিয়ে নিচে আলোচনা করা হল।
১) কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষকের কষ্ট কম হয়।
২) আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার ফলে ফসল ফলাতে আগের তুলনায় অনেক সময় কম লাগে।
৩) আগে এক বিঘা জমিতে যা খরচ হত সেই তুলনাই বর্তমানে দুই থেকে তিন গুন উৎপাদন খরচ কম
হয়।
৪) জমিতে পানি সেচের জন্য প্রকৃতির বৃষ্টির উপর আর অপেক্ষা করতে হয় না্
৫) আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে প্রায় দুই থেকে চার গুন ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
৬) ফসল কাটার সময় শ্রমিকের অপেক্ষায় বসে থারকার প্রয়োজন হয় না।
৭) আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল জমি থেকেই ডালপাতা ও আগাছা পরিষ্কার করে শস্যকে
আলাদা করা যায়।
৮) আধুনিক যন্ত্রপাতি আসার পর থেকে কৃষি কাজে পশুর উপর নির্যাতন বন্ধ হয়েছে।
৯) কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে জমির অপচয় কমে এসেছে।
১০) ফসল ফলানোর জন্য খুব দ্রত চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে।
১১) কৃষি জমিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন বৃদ্ধি হওয়ায় দারিদ্রতার হার কমে
এসেছে।
১২) আধুনিক কৃষি যন্ত্রপাতির উপর সরকার ভর্তুকি প্রদান করছে।
১৩) আধুনিক যন্ত্রপাতি আসার পর থেকে পরিতাক্ত জমি কৃষি জমিতে পরিণত হচ্ছে।
কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কুফল
১) আধুনিক যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহার বৃদ্ধি হওয়ায় শ্রমিকেরা কাজ হারাচ্ছে, ফলে বেকারত্ব বেরে যাচ্ছে।
২) আধুনিক কৃষি ব্যবস্থা প্রযুক্তি নির্ভর হওয়ায় দক্ষতার ঝুঁকি বাড়ছে।
৩) আধুনিক যন্ত্রপাতির মূল্য বেশী হওয়ায় সাধারন কৃষকের আধুনিক যন্ত্রপাতি কেনার নাগালের বাহিরে, ফলে এই সকল কৃষকেরা ক্ষতির সম্মুুখিন হতে পারে।
৪) আধুনিক যন্ত্রপাতি পরিচালনা করার জন্য প্রমিক্ষনের প্রয়োজন হতে পারে।
৫) আধুনিক কৃষি যন্ত্রপাতি তেল চালিত হওয়াই পরিবেশের ক্ষতি হচ্ছে।
৬) কিছু কিছু কৃষি যন্ত্রপাতি বড় ও অধিক ওজন হওয়াই কাদা জমিতে এই সকল যন্ত্র নামানো যায় না ফলে ঐ এলাকার কৃষকেরা আধুনিক যন্ত্র ব্যবহারে সমস্যার সম্মুখিন হচ্ছে।
মন্তব্য
আধুনিক কৃষি যন্ত্রপাতির যতই কুফল থাক না কেন অবশ্যয় সুফল বেশী আছে। প্রতিটি বস্তুর কিছু খারাপ দিক থাকে, তবে সেটি সাময়িক। আধুনিক যন্ত্রপাতির কিছু কুফল থাকলেও তা ভয় পাওয়ার কোন কারন নেই। আধুনিক যন্ত্রপাতি কৃষকের আর্শিবাদ। যতই সমস্যা থাক না কেন আশা করি পর্যায় ক্রমে তা সমাধান হবে।
কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যে ব্যপক উন্নতি ঘটেছে। তাই আরও উন্নতি করার লক্ষে বিজ্ঞানীদের গবেষনা চালিয়ে যেতে হবে। তাদের পাশাপাশি সরকার এবং বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন হয়?
উত্তর: বৈজ্ঞানিক গবেষণা করতে সবসময় আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন হয় না। মেধা ও কৌশল কাজে লাগাতে হয়।
প্রশ্ন: কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলতে পারে?
উত্তর: আধুনিক যন্ত্রপাতি কৃষিকাজে ভবিষ্যতে আরও উন্নতি ঘটাবে, অল্প জমিতে বেশী ফসল উৎপাদন হবে, দারিদ্রতা দূর হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।
প্রশ্ন: আধুনিক যন্ত্রপাতির সহজ লভ্যতার জন্য বাংলাদেশ সরকারের কি করা উচিত?
উত্তর: বাংলাদেশের মানুষ আশি ভাগ কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষি ক্ষেত্রকে উন্নতি করার জন্য গুরত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। যেমন যস্ত্রপাতির দাম সাধারন কৃষকের হাতের নাগালে রাখতে হবে প্রয়োজনে ভর্তুকি প্রদান করতে হবে, আধুনিক যন্ত্রপাতি পরিচালনা করার জন্য বিনামূল্যে প্রশিক্ষনের ব্যবস্থা গড়ে তুলতে হবে। এছাড়াও কৃষকের সমস্য গুলোকে প্রধান্য দিতে হবে।