কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির নাম ও ব্যবহার

ভূমিকা

বিজ্ঞান কৃষি কাজে বড় অবদান রেখেছে। আগে কৃষি কাজে তেমন কোন যন্ত্র ব্যবহার হত না শুধু কায়িক শ্রম দিয়ে ফসল ফলাত। এতে তেমন ফসল কৃষকেরা ফলাতে পারত না। ফলে কৃষকেরা বেশির ভাগ সময় ক্ষতির শিকার হত। কৃষি জমিতে পানি দেওয়ার জন্য প্রকৃতির বৃষ্টির উপর নির্ভর করতে হত। সময়মত পানি দিতে না পারার কারনে ফসল ভাল হতনা।

কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির নাম


আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে জমিতে অধিক হারে ফসল ফলাতে পারছে কৃষক। কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি কৃষকের সুফল বয়ে নিয়ে আসছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে চাষাবাদকে

অনেক সহজ করে তুলছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষকের শ্রম, খরচ ও সময় কমেছে কিন্তু বেড়েছে ফসল উপাদন। নিচে কুষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির নাম দেওয়া হল।


কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির নাম

 কৃষিতে যে সকল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তা সব কিছুই বিজ্ঞানের অবদান। কৃষি আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকের সময়  ও শ্রম কুমিয়ে দিয়েছে। কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির নাম গুলো হল…..



১) পানির সেচ পাম্প: সেচ পাম্প আবিষ্কারে ফলে পনির জন্য বৃষ্টির জন্য আর অপেক্ষা করতে হয় না। শ্যালো মেশিনের সাহায়্যে মাটির নিচ থেকে পনি তুলে ফসলি জমিতে পানি দেওয়া হয়। কৃষকের বড় আর্শিবাদ। এই যন্ত্র দ্বারা সটিক সময়ে জমিতে পানি দেওয়ার ফলে জমির ফসল চার গুন বৃদ্ধি পেয়েছে।


২) সৌর বিদ্যুৎ সেচ পাম্প: এই সেচ পাম্প চালাতে কৃষকের বিদ্যুৎ খরচের প্রয়োজন হয়না। কারন  এই পাম্প সৌর বিদ্যুৎ চালিত সোলার প্যানেলের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তোলা হয়। 


৩) পাওয়ার টিলার: পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার কাজে ব্যবহৃত হয়। অতি অল্প সময়ে এক সাথে অনেক জমি চাষ করা যায়। এর দাম হাতের নাগালে হওয়াই  কৃষক তার নিজ জমিতে অতি সহজেই জমি চাষ করতে পারে। পাওয়ার টিলার ছোট, বড় ও মাঝারি আকারে বাজারে পাওয়া যায়।


৪) হ্যান্ড পুশ মিনি ট্রিলার: এটি দিয়ে ধান, ভোট্টা, গম, ঘাষ ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। কৃষক আগে হাত দিয়ে ফসল কাটত, আধুনিক যন্ত্র হ্যান্ড পুশ মিনি টিলার আবিষ্কারের পর থেকে কম সময়ে অনেক ফসল কাটতে পারে। এত শ্রমিকও লাগে অনেক কম।


৫) ইলেকট্রিক স্প্রে মেশিন: এটি রিচার্জেবল ব্যাটারি চারিত স্প্রে মেশিন। এক বার চার্জ দেওয়ার পর ৭ থেকে ৮ ঘন্টা জমিতে স্প্রে করা যায়। ফসলি জমি, বাগান, খামার ইত্যাদি জমিতে কীটনাশক ও অন্যান্য স্প্রে করার মেশিন।


৬) ম্যানুয়াল নিরানী যন্ত্র: এই যন্ত্র দিয়ে আগাছা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এটির দাম তিন থেকে চার হাজার টাকা। ফসলি ,জমি থেকে শুরু করে যে কোন স্থানের আগাছা পরিষ্কার করতে এই যন্ত্র গুরত্ব পূর্ণ ভুমিকা পালন করে।


৭) রাইস ট্রান্সপ্লান্টার: এটি একটি ধানের চারা রোপনের একটি বিশেষ আধুনিক যন্ত্র। এই মেশিন দ্বার নির্দিষ্ট লাইন ও নির্দিষ্ট দূরত্বে চারা রোপন করা যায়। ফলে চারা ও জায়গা  নষ্ট হয় না।


৮) থ্রেসার মেশিন: ধান, গম, ভোট্টা ইত্যাদি ফসলের ডালপালা ও অন্যান্য আগাছা থেকে শস্যকে আলাদা করতে থ্রেসার মেশিন ব্যবহার করে। এটি একটি আধুনিক যন্ত্র। এই যন্ত্র আবিষ্কারের ফলে এক সাথে শস্য আলাদা ও খড় মাড়াই কাজ হয়। 


৯) কম্বাইন্ড হারভেন্টার: এটি একটি আধুনিক কৃষি যন্ত্র। এই মেশিন দিয়ে এক সাথে ফসল কাটা, ফসল মাড়াই দেওয়া, শস্য পরিষ্কার করা  এবং শস্যকে বস্তা বন্দি করা যায়। এই কাজ গুলো করতে অনেক শ্রমিকের প্রয়োজন হত এখন কম্বাইন্ড হারভেন্টার মেশিন দিয়ে অতি কম সময়ে কৃষকেরা ফসল ঘড়ে তোলে। 


১০) বেড প্লান্টার: আলু, ভোট্টা ও অন্যান্য ফসলেরে এক সাথে বেড তৈরি ও বীজ বপন করা যায় বেড প্লান্টার নামক আধুনিক কৃষি যন্ত্র দিয়ে। এই মেশিন দিয়ে খরচ ও সময় দুটিই বাঁচে।


১১) রিপার মেশিন: এই মেশিন দিয়ে যে কোন ফসল কাটা যায়। যেমন ধান, গম, ভোট্টা ইত্যাদি।


১২) কম্বাইন্ড রাইচ মিল: এটি উন্নত আধুনিক মেশিন। এটি দিয়ে এক সাথে অনেক কাজ করা যায়। ধান থেকে চল ও চাল থেকে আটা/ ময়দা, গম, ভোট্টা, ও মসল্লা ইত্যাদি কাজ এক সাথে করা যায়। এই মেশিন দিয়ে চালকে পরিষ্কার করে আলাদা করে। 


১৩) গর্ত করা মেশিন: বাগান তৈরির কাজে এই মেশিন এর গুরত্ব অপরিসীম। এই মেশিন দিয়ে যে কোন চারা গাছ রোপন করা যায়। চারা রোপন করা ছারাও অন্যান্য কাজে এই মেশিন ব্যবহার করে।


মন্তব্য

আমি এতক্ষন আলোচনা করলাম কৃষি আধুনিক যন্ত্রপাতি নিয়ে। সমাজ যত আধুনিক হচ্ছে কৃষি কাজের যন্ত্র ততই আধুনিক হচ্ছে। কৃষি কাজ সহজ ও উৎপাদন বৃদ্ধি করার জন্য নিত্য নতুন আধুনিক  কৃষি যন্ত্র আবিষ্কার করছে। আশা করি এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে  আসবে। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: আধুনিক কৃষি যন্ত্রপাতি কোথায় পাওয়া যাবে?

উত্তর: আধুনিক যন্ত্রপাতি কৃষি কাজে অনেক সাড়া ফেলেছে তাই আপনে আপনার আশেপাশে মার্কেটে পাবেন। আধুনিক কৃষি যন্ত্রপাতির দাম হাতের নাগালে।


প্রশ্ন: কৃষি প্রযুক্তি  কী

উত্তর: বিজ্ঞান সন্মত  ভাবে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে ও কম খরচে বেশী ফসল উৎপাদন করাকে কৃষি প্রযুক্তি বলে।


প্রশ্ন: কৃষি সমবায় কাকে বলে

উত্তর: মহৎ উদ্দেশ্যে কৃষি খাত উন্নযন করার লক্ষে এক বা একাধিক কৃষক একত্রিত হয়ে বা একমত পোষন করে যে সমবায গঠন করে তাকে কৃষি সমবায় বলে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url