রাজমিস্ত্রি কাজের যন্ত্রপাতি ও ব্যবহার সহ বর্ণনা

ভুমিকা

রাজমিস্ত্রিকে শিল্প কারীগর বলা যায়। বিল্ডিং তৈরি করা তাদের কাজ। পৃথিবীতে যাকিছু নির্মান শৈলি রয়েছে সব তাদের অবদান। বিল্ডিং তৈরির কাজে রাজমিস্ত্রিদের কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়। আজকের আলোচনার বিষয় হল রাজমিস্ত্রি কাজের যন্ত্রপাতি নিয়ে। এই সকল যন্ত্রপাতি কি কি কাজে ব্যবহার করে সব বিষয় নিয়ে আলোচনা করব। নিচে বাংলা ভাষায় রাজমিস্ত্রির যন্ত্রগুলো যে নামে ডাকে ঠিক সেই নাম দিয়ে বর্ণনা করার চেষ্টা করব।

রাজমিস্ত্রি কাজের যন্ত্রপাতি ও ব্যবহার

রাজমিস্ত্রি কাকে বলে

রাজমিস্ত্রি হল এক জন নির্মান শিল্পিা যা বিভিন্ন উপকরন দিয়ে একটি কাঠামো তৈরি করে। ইট, পাথর, বালি, সিমেন্ট, চুন-শুরকি ইত্যাদি দিয়ে দেওয়াল তৈরির মাধ্যমে একটি বিল্ডিং এর পরিপূর্ণ কাঠামো দান করে। 


রাজমিস্ত্রির কাজ কি

একজন রাজমিস্ত্রি তার সহকারীকে সাথে নিয়ে একটি বিল্ডিং তৈরির জন্য মাপ অনুযায়ী ইটগুলিকে পর্যায়ক্রমে সজিয়ে রাখে এবং এই ইট গুলিকে আটকানোর জন্য বালি ও সিমেন্ট দিয়ে এক ধরনের মিক্সার তৈরি করে। এই মসল্লা ইটের ফাঁকে ফাঁকে দেওয়া হয়। এই ভাবে একটি বিল্ডিং এর ডিজাইন সহ অন্যান্য কাজ করে পরিপূর্ণতা তৈরি করে।


রাজমিস্ত্রির যন্ত্রপাতি

একজন রাজমিস্ত্রির বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই সকল রাজমিস্ত্রি যন্ত্রপাতি নিচে বর্ণনা করা হল।


১) কর্ণিক বা  কুন্নি: এটি রাজমিস্ত্রির বড় হাতিয়ার। এটি দিয়ে ইট জোড়া লাগাতে মসল্লা গুলো এটে দেওয়ার জন্য এই কুন্নি যন্ত্রটি প্রয়োজন হয়। ইট গাথনির পর মসল্লা তাদের গায়ে লাগানোর জন্য রাজমিস্ত্রি এই কুন্নি ব্যবহার করে থাকে। এটি লোহার তৈরি। কুন্নি দেখতে কিছুটা রান্নার কাজে ব্যবহিত ছুল্লি এর মত লাগে।


২) হাতুড়ি: কোন কিছুর উপর বল প্রয়োগ করার কাজে এই হাতুড়ি ব্যবহার করা হয়। যেমন কোন কিছুতে পেরক ঢোকানো, কাঠ জোড়া দেওয়ার কাজে, কোন কন্ডকে জোড়া লাগাতে, কোন ধাতুকে ভেঙ্গে ফেলা বা বাঁকানোর কাজে, ইট ভাঙ্গার কাজে ইত্যাদি কাজে হাতুড়ি ব্যবহার করা হয়। হাতুড়ি লোহা দিয়ে তৈরি হয়। হাতুড়ি ছোট বা বড় বিভিন্ন আকারের হয়।


৩) কাঠের ফ্লোট বা উষা: এটি একটি কাঠের তৈরি যন্ত্র। দেওয়ালে প্লাস্টার সমান করার কাজে বাবহার করা হয়। রাজমিস্ত্রি দেওয়ালের সমতল বা সমান করতে এই যন্ত্র ব্যবহার করে থাকে।  মসল্লা নরম থাকা অবস্থায় এই উষা দিয়ে ঘষে সমান করে।


৪) পাটা: এটি কাঠ অথবা অ্যালোমিনিয়াম দিয়ে তৈরি করে। এটি দেখতে স্কেলের মত লাগে। তিন থেকে টনের ফিট পর্যন্ত লম্বা হয়। দেওয়ালে মসল্লা লাগানোর পর উচু নিচু  সমান করার কাজে এউ যন্ত্র ব্যবহার করে।


Tools রাজমিস্ত্রি যন্ত্রপাতি

৫) ভিসাক বা শ্যাল: এটি সাধারণত পিতল বা অন্যকোন মেটাল দিয়ে তৈরি করে। ইটের মেজারমেন্ট ঠিক রাখার জন্য ভিসাক ব্যবহার করে। 


৬) কড়াই বা পাত্র: এটি লোহা বা শক্ত শিট দিয়ে তৈরি করে। এটি দেখতে ডিস এর মত। এই পাত্রে মসল্লা নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করে থাকে। 




৭) কোদাল: কোদাল দিয়ে মসল্লা তৈরি করতে রাজমিস্ত্রি এটি ব্যবহার করে। কোদাল লোহার তৈরি এবং এর হাতল বাঁশ বা কাঠের তৈরি। 


৮) বেলচা: মিস্ত্রীরা মসল্লা তুলে দেওয়ার কাজে বেলচা নাম যন্ত্র ব্যবহার করে থাকে। মসল্লা মিশ্রিত করতে বেলচা ব্যবহার করে।


রাজমিস্ত্রি সরঞ্জাম 

৯) স্কাচ বা বাসলা: ইটকে মাপ অনুযায়ী দুভাগ করার কাজে মিস্ত্রীরা এই যন্ত্র ব্যবহার করে থাকে। এটি লোহার তৈরি এবং এর হাতল কাঠ বা বাঁশের হয়। এর এক শাথা হাতুড়ির মত গোল এবং অন্য মাথা সেনির মত ছোঁচাল হয়।


১০) সুতা: এটি এক ধরনের চিকন লাইলন দড়ি। এই সুতা দিয়ে দেওয়ালে এক মাথা থেকে অন্য মাথা সমান করার কাজে রাজমিস্ত্রীরা ব্যবহার করেন।


১১) ভাইব্রেটর মেশিন: সাদ ঢালাই বা পিলার ঢালাই করারর সময় এই ভাইব্রেটর মেশিন ব্যবহার করে। এটি মূলত ঢালাই টেক সই করার জন্য খুব দরকারী একটি মেশিন। 


১২) পাম্প মেশিন: উচুঁবিল্ডিং নির্মান করার সময় মসল্লা উপরে তোলার জন্য পাম্প মেশিন ব্যবহার করা হয়।


সরঞ্জাম রাজমিস্ত্রির যন্ত্রপাতি

১৩) মিক্সার মেশিন: পাথর, খোয়া, বালি, সিমেন্ট দ্রত মিক্স করার কাজে এই মেশিন ব্যবহার করা হয়। আগে শ্রমিক দিয়ে এই কাজ করানো হত। এখন মিক্সার মেশিন আবিষ্কারের ফলে খুব অল্প সময়ের মধ্যে কাজ করে। 


১৪) লিভার: এটি লোহা দিয়ে তৈরি হয়। ভারি কোন জিনিস কম শক্তি প্রয়োগ করে জাগানোর কাজে এই ধরনের লিবার ব্যবহার করে। 


১৫) পরিমাপ যন্ত্র: যে কোন কাজ নিখুত ভারে করার জন্য পরিমাপক যন্ত্র ব্যবহার করা হয়।


১৬) পাইলিং মেশিন: যে মাটির ভার বহন ক্ষমতা কম সোই মাটিতে পাইলিং করা হয়। পাইলিং করলে ঐবিল্ডিং এর স্থায়ীত্ব বৃদ্ধি পায়। পাইলিং মেশিন বিভিন্ন ধরনের হয়। মাটির ধরনের উপর ভিত্তি করে পাইলিং মেশিন ব্যবহার করা হয়।


১৭) ছেনি বা বাটালি: এই যন্ত্র দিয়ে দেওয়ালের অতিরিক্ত অংশ বা মসল্লার অতিরিক্ত অংশ ছেটে ফেলার কাজে ছেনি বা বাটালি নামক যন্ত্র ব্যবহার করা হয়।


১৮) ধাতব ফ্লোট বা ধাতব উষা: এই যন্ত্র দিয়ে দেওয়ালের সৌন্দর্য ও মসৃণতা বৃদ্ধি করতে এই যন্ত্র ব্যবহার করা হয়।


১৯) স্পিরিট লেভেল: জনালা, দরজা, দেওয়ালের ও অন্যান্য লেভেল ঠিক রাখার জন্য স্পিরিট লেভেল নামক যন্ত্রটি ব্যবহার করা হয়।


২০) গাঁইতি: পাথরের উপরি ভাগ মসৃণ করতে বা ইট পাথর মাটি থেকে খনন করতে গাঁইতি নামক যন্ত্র ব্যবহার করে থাকে।


২১) স্ক্রাচার: এই যন্ত্রটি দিয়ে দেওয়ালের আচড় এবং ছোট ছোট পাথর বা খোয়া গুলোকে আলাদা করতে এই যন্ত্র ব্যবহার করা হয়।


মন্তব্য

এতক্ষন আমি আপনাদের সামনে আলোচনা করলাম রাজমিস্ত্রি যন্ত্রপাতির নাম নিয়ে। আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। রাজমিস্ত্রি কাজে অনেক রকমের যন্ত্রপাতির প্রয়োজন হয়। যে সকল যন্ত্রপাতি কমন এবং রাজমিস্ত্রিরা ব্যবহার করে থাকে সেগুলো কোন কাজে কোন যন্ত্র ব্যবহার করে সেগুলোর প্রাথমিক ধারনা আপনাকে দিলাম। পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: রাজমিস্ত্রি ইংরেজি কি?

উত্তর: রাজমিস্ত্রি এর ইংরেজি হল Mason. রাজমিস্ত্রি হল এক জন নির্মান শিল্পিা যা বিভিন্ন উপকরন দিয়ে একটি কাঠামো তৈরি করে।


প্রশ্ন: রাজমিস্ত্রি কাজের রেট

উত্তর: এলাকা ও স্থান ভেদে এবং কাজের ধরন অনুযায়ী রাজমিস্ত্রির কাজের রেট ভিন্ন হয়ে থাকে। তবে সচরাচর একজন রাজমিস্ত্রির কাজের রেট ৫০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।


প্রশ্ন: রাজমিস্ত্রি কোন সমাস?

উত্তর: রাজমিস্ত্রি ষষ্ঠী তৎপুরুষ সমাস। 


মিস্ত্রি শব্দের অর্থ কি?

উত্তর: মিস্ত্রি শব্দের অর্থ হল কারিগর। যিনি নিজ হাতে কোন কিছুর আকার প্রদান করে তোকে মিস্ত্রি বলে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url