রাইস ট্রান্সপ্লান্টার এর ব্যবহার ও মেশিনের দাম
আধুনিক সমাজে কৃষি কাজে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বেড়ে চলছে। রাইস ট্রান্সপ্লান্টার একটি আধুনিক কৃষি যন্ত্র। নিত্য নতুন কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষি খাত অনেক উন্নত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষক লাভবান হচ্ছে। পুরাতন যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষকের অনেক অর্থ ও সময়ের অবচয় হত এবং শারিরিক শ্রম বেশি দিতে হত।
কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার একটি অটোমেটিক বীজ বপন যন্ত্র। রাইস ট্রান্সপ্লআন্টার এর ব্যবহার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করব।
রাইস ট্রান্সপ্লান্টার কি
পেট্রোল চালিত ধানের চারা রোপনের জন্য এক ধরনের আধুনিক যন্ত্র। এই যন্ত্র দিয়ে সঠিক মাপে ও সঠিক দূরত্বে এবং কম সময়ে ধানের চারা রোপন করা যায়।এক জন লোক এই মেশিনকে অপারেট করে ও এক জন সহকারী থাকে। বেড় মেশিন এক সাথে ছয়টি লাইন এবং ছোট মেশিন এক সাথে চারটি লাইন করে চারা রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দুই ধরনের। একটি হল রাইডিং টাইপ অপরটি হল ওয়াকিং টাইপ।
রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ব্যবহার উপযোগী চারা তৈরির কৌশল
রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চারা রোপন করতে হলে আগে আধুনিক পদ্ধতিতে ধানের চারা তৈরি করতে হবে। দুটি পদ্ধতিতে চারা তৈরি করা যায়। ট্রেতে চারা রোপন ও খোলা আকাশে পলিথিনে চারা রোপন।
ট্রেতে চারা রোপন পদ্ধতি: প্রথমে টিন বা শিট দিয়ে দুই থেকে আড়াই ফিট আকারে ট্রে বানিয়ে নিতে হবে। এই ট্রে একবার তৈরি করলে অনেক দিন পর্যন্ত টিকে। এই ট্রেতে বীজতলা করার জন্য ঝরঝরে শুকনো মাটি বিছয়ে দিতে হবে। মাটি অবশ্যয় চালনি দিয়ে চেলে নিবেন যাতে পাথর খোয়া ও অন্যনা ময়লা যেন না থাকে। মাটিতে জৈব সার মিশিয়ে নিলে ভাল হয়।
মাটি বিছানোর কাজ শেষ হলে ধানের বীজ সেই ট্রেতে ছিটিয়ে দিবেন। বীজ ছিটানোর পর হালকা করে মবীজের উপর দিয়ে আবার মাটি ছিটিয়ে দিবেন যাতে বীজ ঢেকে যায়। সাত আট দিন পর ইউরিয়া মিশ্রত পানি চিটিয়ে দিবেন এত চারা সতেজ ও শক্তি শালি হয়। ১৫ থেকে ২০ দিনের মধ্যে চারা রোপন করার জন্য প্রস্তুত হয়ে যাবে।
পলেথিনে চারা রোপন পদ্ধতি: এই পদ্ধতিতে বীজ তলা তৈরি করতে হলে প্রথমে খোলা আকাশের নিচে জায়গা নির্ধারন করতে হবে। নরম মাটি বা কাদা যুক্ত মাটিতে এই বীজ তলা তৈরি করা যায়। সমান্তরাল জায়গাতে লম্বা করে পলিথিন বিছিয়ে দিতে হবে। ট্রেতে চারা রোপন পদ্ধতির মতই পলিথিনে পরিষ্কার মাটি বিছিয়ে দিতে হবে। মনে রাখতে হবে মাটিতে জৈব সার মিশিয়ে নিলে ভাল হয়। মাটি বিছানো হয়ে গেলে ধানের বীজ ছিটিয়ে দিতে হবে। বীজ ছিটানোর পর হালকা পানি দিতে হবে। ১৫ থেকে ২০ দিন পর চারা রোপনের জন্য উপযুক্ত হয়ে যাবে।
রাইস ট্রান্সপ্লান্টার চারা রোপন
এই মেশিন দিয়ে কি ভাবে চারা রোপন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। এই মেশিনটি অনেকের কাছে জটিল মনে হতে পারে। কিন্তু ব্যবহার বিধি একদম সহজ। এই মেশিন অপারেট করার জন্য প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।
এই মেশিন পরিচালনা করার জন্য দুই জন লোকের প্রয়োজন। একজন মেশিন অপারেট করবে এবং অপর জন চারা সাজিয়ে দিবে। তার পর মেশিন অটোমেটিক চারা রোপন করতে থকবে। প্রতিটি চারার গোছ সমান হারে রোপন করে। এতে চারার মান ভাল থাকে।
রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা রোপনে খরচ
এই আধুনিক মেশিন দিয়ে ধানের চারা রোপন করলে খরচ অনেক কম হয়। শ্রমিক দিয়ে এক বিঘা জমি ধান রোপন করতে খরচ পরে আনুমানিক ১৫০০ থেকে ২০০০ টাকা। কিন্তু এই মেশিন দিয়ে চারা রোপন করলে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ পরবে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা রোপন করলে সময় ও শ্রম দুটোই কম লাগে। এতে ঝামেলাও নেই।
রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের দাম
বাজারে বিভিন্ন ধরনের রাইস ট্রান্সপ্লান্টার মেশিন পওয়া যাচ্ছে। এদের মধ্যে কিছু জাপানি ও কিছু চায়না থেকে আমদানি করা হয়। মেশিনের কোয়ালিটির উপর ভিত্তি করে এর দাম হয়। জাপানি মেশিনের দাম একটু বেশি।
ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার AP4 ওয়াকিং টাইপ মেশিনের দাম ৪৮০০০০ টাকা মাত্র। তবে এর দাম বাজারের পরিস্তিতির উপর কম বেশি হতে পারে। ছোট সাইজ এর দাম ৪০০০০০ টাকা মাত্র। সরকার এই সকল মেশিনের উপর ভর্তুকি দিচ্ছে। হাওয়র ও উপকুলীয় এলাকার জন্য ৭০% এবং সমতল এলাকার জন্য ৫০% ভর্তুকি দিচ্ছে সরকার। বিস্তারিত জানতে আপনার নিকটস্ত এ.সি.অই মটরস লি: এর সাথে যোগা যোগ করতে পারেন। যোগা যোগের জন্য এই নাম্বারে কথা বলতে পারেন ০১৩২৪-৭৩২৬৩৮ এবং ০১৭৫৫-৬৭৬৬৯০(এ.সি.অই মটরস লি) (তাদের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা)
মন্তব্য
রাইস ট্রান্সপ্লান্টার মেশিন সম্পর্কে এবং দাম সম্পর্কে আপনারা বেসিক ধারনা পেয়েছেন। আধুনিক কৃষি যন্ত্রপাতির উপর সরকার ভর্তুকি দিচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কিনে আপনার ভাগ্য বদলাতে পারেন।
আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করুন বেশি বেশি লাভবান হন।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এক ঘন্টায় কত বিঘা জমি চারা রোপন করতে পারে?
উত্তর: রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এক ঘন্টায় ২.৫ বিঘা জমিতে চারা রোপন করতে সক্ষম।
প্রশ্ন: রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কয় ধরনের হয়?
উত্তর: রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দুই ধরনের হয়। যেমন রাইডিং টাইপ অপরটি হল ওয়াকিং টাইপ মেশিন।
প্রশ্ন: রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কয়টি লাইনে চারা রোপন করা যায়?
উত্তর: রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এক সাথে ছয়টি লাইন এবং চারটি লাইন আকারে চারা রোপন করা যায়।