সান্তাহার টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
আপনাকে স্বাগতম। আপনে নিশ্চয় সান্তাহার টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে তথ্য নেওয়ার জন্য অনুসন্ধান করছেন? চিন্তার কোন কারন নেই রেলওয়ে থেকে প্রকাশিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব।
সান্তাহার থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী আপনাদের জেনে থাকা ভাল। সঠিক ট্রেনের সময়সূচী জানা না থাকলে বিভ্রান্তির মধ্যে পড়বেন। ট্রেনের সময়সূচী থেকে শুরু করে ট্রেনের ভাড়ার তালিকা, ট্রেনের কোড নং, ট্রেনের বন্ধের দিন সহ সকল সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ধৈর্য্য সহকারে আটিকেল পড়তে থাকে। দিনাজপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী এখানে পাবেন।
ট্রেন ভ্রমন হিসাবে মানুষ আন্ত:নগর ট্রেনকে বেশি পছন্দ করে। কারন বর্তমান আন্ত:নগর ট্রেন গুলো গুনে মানে উন্নত। আপনারা খুব সহজেই যে কোন স্থানে ভ্রমন করতে চাইলে আন্ত:নগর টেনে ভ্রমন করতে পারেন। আন্ত:নগর ট্রেনের টিকিট অনলাইন সহ যে কোন স্টেশনে সংগ্রহ করতে পারবেন।
সান্তাহার স্টেশন থেকে দিনাজপুর স্টেশন পর্যন্ত দূরত্ব প্রায় ১৩২ কিলোমিটার। নিচে সান্তাহার টু দিনাজপুর ট্রেনের সনময়সূচী ও ভাড়া নিচে আলোচনা করা হল।
সান্তাহার টু দিনাজপুর ট্রেনের সময়সূচী (আন্ত:নগর ট্রেন)
সান্তাহার টু দিনাজপুর রুটে যে সকল আন্ত:নগর ট্রেন চলাচল করছে সে গুলো হলো দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭), দোলনচাঁপা এক্সপ্রেস (৭৬৭), পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩), একতা এক্সপ্রেস (৭০৫), এবং বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৩) । আপনে কোন ট্রেনে ভ্রমন করবেন তা ট্রেনের সময়সূচী দেখে নির্ধারন করেন।
ট্রেনের নাম |
কোড |
বন্ধের দিন |
সান্তাহার পৌঁছে |
দিনাজপুর পৌঁছে |
দ্রুতযান এক্সপ্রেস |
৭৫৭ |
নাই |
রাত ০১.২৫ মি |
রাত ০৪.২০ মি |
দোলনচাঁপা এক্সপ্রেস |
৭৬৭ |
নাই |
সকাল ১১.০০ মি ছাড়ে |
বিকাল ০৫.৪২ মি |
৭৯৩ |
নাই |
রাত ০৪.৪০ মি |
সকাল ০৭.১৬ মি |
|
একতা এক্সপ্রেস |
৭০৫ |
নাই |
বিকাল ০৩.৫৫ মি |
সন্ধা ০৭.০০ মি |
বাংলাবান্ধা এক্সপ্রেস |
৮০৩ |
শুক্রবার |
রাত ১১২৫ মি |
রাত ০২.২০ মি |
সান্তাহার থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী (লোকাল ট্রেন)
লোকাল ট্রেনে সময় বেশি লাগে। সান্তাহার থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচী অনুযায়ী একটি ট্রেন পাবেন। সেটি হল রকেট মেইল। রকেট মেইল ট্রেনটি সকল স্টেশনে যাত্রা বিরতি দেয় তাই দিনাজপুর পৌঁছাতে সময় অনেক বেশি লাগবে।
রকেট মেইল ট্রেনটি সান্তাহারে সন্ধা ০৬.২০ মিনিটে এসে পৌঁছায় এবং সন্ধা ০৬.৩০ মিনিটে স্টেশন ত্যাগ করে। রকটে মেইল বা লোকাল ট্রেনের ভাড়া অনেক কম হওয়া সকল শ্রেনীর যাত্রী এই ট্রেনে ভ্রমন করে।
সান্তাহার টু দিনাজপুর ট্রেনের ভাড়ার তালিকা
সান্তাহার থেকে দিনাজপুরের ভাড়া সিটের ধরন অনুযায়ী মূল্য নির্ধারন করেছে। আন্ত:নগর ট্রেনে সাধারন থেকে ভিআইপি পযর্ন্ত সিটের ধরন হয়ে থাকে। তাই আপনে আপনার সুবিধামত সিট বেছে নিন।
সিটের ধরন |
ভাড়ার তালিকা |
S-CHAIR |
১৪৫ টাকা |
SHOVAN |
২১০ টাকা |
SNIGDHA |
২৭৬ টাকা |
AC-S |
৩৩৪ টাকা |
AC-B |
৪৯৫ টাকা |
মন্তব্য
বাংলাদেশে রেলপথ উন্নত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এই রেল সম্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই বিনা টিকিটে ট্রেন ভ্রমন করবনা। রেল পথকে উন্নয়ন করার কাজে সহায়তা করি। যেহেতু ট্রেন ভ্রমণ নিরাপদ তাই সকল শ্রেনীর লোক ট্রেন ভ্রমন পছন্দ করে।
আশা করি আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। সান্তাহার টু দিনাজপুর ট্রেনের সময়সূচী দেখে আপনে যে ট্রেনে ভ্রমন করতে চান সেই ট্রেনের সময় থেকে অন্তত ১০ থেকে ১৫ মিনিট আগে স্টেশনে পৌঁছাবে।
ট্রেনে উঠা ও নামার সময় সাবধানতা অবলম্বন করবেন। দিনাজপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী এখানে পাবেন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক ধন্যবাদ।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড কত?
উত্তর: পঞ্চগড় থেকে ঢাকা রুটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড ੧৯৪ এবং ঢাকা থেকে পঞ্চগড় রুটে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোড ৭৯৩ হয়।
প্রশ্ন: পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার সময়
উত্তর: পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩ ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে রাত ১১.৩০ মিনিটে। যে সকল যাত্রীগন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভ্রমন করতে চাচ্ছেন তারা টিকিট কাউন্টর থেকে টিকিট সংগ্র করে ট্রেন ভ্রমন করিবেন।
প্রশ্ন: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সিট প্লান
উত্তর: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে আপনে সিট প্লান হিসেবে পাবেন স্নিগ্ধা, শোভন চেয়ার এবং এ.সি বার্থ।
প্রশ্ন: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে?
উত্তর: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ঢাকা, বিমান বন্দর, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁ রোড এবং পঞ্চগড় স্টেশনে থামে। কিন্তু পঞ্চগড় থেকে যাওয়ার পথে ੧৯৪ নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর থামে না।