সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
আপনে নিশ্চয় ট্রেন ভ্রমনের জন্য সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সমযসূচী জানার জন্য এই ওয়েব সাইটে এসেছেন? তা হলে আপনে সঠিক জায়গাতে এসছেন। এখানে আন্ত;নগর ও লোকাল ট্রেন সহ সকল ট্রেনের সঠিক সময়সূচী শেয়ার করা হয়। সান্তাহার টু গাইবান্ধা স্টেশনের দূরত্ব প্রায় ১১২.৩ কিলোমিটার।
সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী অনুযায়ী ৫ টি আন্ত:নগর ট্রেন চলচল করছে এবং ৩ তিনটি লোকাল ট্রেন চলচল করছে। ট্রেন গুলো হল লালমনি এক্সপ্রেস (৭৫১), করতোয়া এক্সপ্রেস (৭১৩), দোলনচাঁপা এক্সপ্রেস (৭৬৭), বুড়িমারী এক্সপ্রেস (৮০৯), রংপুর এক্সপ্রেস (৭৭১), পদ্মরাগ কমিউটার (২১,) বগুড়া কমিউটার (১৯) ও উত্তরবঙ্গ মেইল (৭)
গাইবান্ধা টু সান্তাহার ট্রেনের সময়সূচী এখানে পাবেন।
সান্তাহার টু গাইবান্ধা রুটে যে সকল ট্রেন চলাচল করছে সে সকল ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হল।
সান্তাহার থেকে গাইবান্ধা ট্রেনের সময়সূচী (আন্ত:নগর ট্রেন)
আন্ত:নগর ট্রেন শুধু নির্দিষ্ট স্টেশনে থামে। তাই সকল যাত্রী আন্ত:নগর ট্রেন ভ্রমন করতে পারে না। এই সকল ট্রেনের ভাড়া একটু বেশি। সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী অনুযায়ী আন্তনগর ট্রেনে চড়ে আপনার গন্তব্য স্থলে পৌঁছাতে পারেন।
সান্তাহার থেকে গাইবান্ধা ট্রেনের সময়সূচী (লোকাল ট্রেন)
লোকাল ট্রেন সব ষ্টেশনে থামে। তাই কম খরচে সকল শ্রেনীর মানুষ লোকাল ট্রেনে ভ্রমন করতে পারে। এই সকল লোকাল ট্রেনে একটু বিড় বেশি থাকে। সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হল।
সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা
বসার আসন অনুযায়ী ভাড়াও ভিন্নতা হয়ে থাকে। সান্তাহার টু গাইবান্ধা রুটে সরকার কর্তুক যে ভাড়া নির্ধারন করেছে তা হুবুহু নিচে তুলে ধরা হল।
মন্তব্য
ট্রেনে ভ্রমন করতে চাইলে অবশ্যয় আপনাকে ট্রেনের বিভিন্ন তথ্য জানা উচিত। আপনে নিশ্চয় সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জেনেছেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। ট্রেনের সময়সূচী অনুসারে যে ট্রেনে ভ্রমন করতে চান সেই ট্রেনের সময়সূচী থেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে আসার চেষ্টা করবেন। যাত্রা শুরু করারর আগে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখুন। এত কোন জিনিস ছাড়া পরার ভয় থাকবেনা। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক ধন্যবাদ। গাইবান্ধা টু সান্তাহার ট্রেনের সময়সূচী এখানে পাবেন।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বুড়িমারী এক্সপ্রেস রুট
উত্তর: বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি(৮੦৯/৮১০) লালমনিরহাট টু ঢাকা এবং ঢাকা টু লালমনিরহাট রুটে নিয়মিত চলাচল করছে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি মোট ৯.৪০ মিনিট সময় অতিবাহিত করে লালমনিরহাট টু ঢাকা এবং ঢাকা টু লালমনিরহাট যেতে পারে।
প্রশ্ন: দোলনচাঁপা এক্সপ্রেস সাপ্তাহিক ছুটি
উত্তর: দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন চলাচল করে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন নাই।
প্রশ্ন: রংপুর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন
উত্তর: রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর টু ঢাকার পথে বন্ধ থাকে প্রতি সপ্তাহে রবিবার এবং ঢাকা টু রংপুর পথে বন্ধ থাকে সোমবার।