সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

 সান্তাহার থেকে কাউনিয়া মোট দূর  ১৬১.৭ কিলোমিটার মাত্র। আপনে কি সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী অনুসন্ধান করছেন? তাহলে সঠিক সাইটে এসেছেন। 

সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী

এখানে বাংলাদেশ রেলওয়ে কর্তুক প্রকাশিত সকল ট্রেনের সময়সূচী শেয়ার করা হয়। এখানে ট্রেনের কোড ও বন্ধের দিন সহ নিচে আলোচনা করা হল। 



লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, বুড়িমাড়ী এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সান্তাহর টু কাউনিয়া রুটে চলাচল করছে। 

সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী (আন্ত:নগর)


ট্রেনের নাম

কোড

বন্ধের দিন

সান্তাহার পৌঁছে

কাউনিয়া পৌঁছে

লালমনি এক্সপ্রেস

৭৫১

শুক্রবার

রাত ০৩.৪৫ মি

সকাল ০৭.০০ মি

করতোয়া এক্সপ্রেস

৭১৩

বুধবার

সকাল ০৯.১৫ মি ছাড়ে

দুপুর ১২.৫০ মি

দোলনচাঁপা এক্সপ্রেস

৭৬৭

নাই

সকাল ১১.০০ মি ছাড়ে

দুপুর ০২.৫৫ মি

বুড়িমারী এক্সপ্রেস

৮০৯

মঙ্গলবার

দুপুর ০২.১৫ মি

বিকাল ০৩.৫৬ মি

রংপুর এক্সপ্রেস

৭৭১

সোমবার

বিকাল ০৩.০৫ মি

সন্ধা ০৬.২৯ মি

কুড়িগ্রাম এক্সপ্রেস

৭৯৭

বুধবার

রাত ০২.১৫ মি

ভোর ੦৫.২৭ মি


সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী (লোকাল ট্রেন)

সান্তাহার থেকে কাউনিয়া যে সকল লোকাল ট্রেনে নিয়মিত চলাচল করছে তাদের সময়সূচী নিচে দেওয়া হল

ট্রেনের নাম

ট্রেনের কোড

সান্তাহার পৌঁছে

কাউনিয়া পৌঁছে

উত্তরবঙ্গ মেইল

সকাল ০৯.৪৫ মি ছাড়ে


বগুড়া কমিউটার

১৯

দুপুর ০১.৫০ মি ছাড়ে


পদ্মরাগ মেইল

২১

ভোর ০৬.৩০ মি ছাড়ে



সান্তাহার টু কাউনিয়া ট্রেনের ভাড়া তালিকা

সান্তাহার থেকে কাউনিয়া ট্রেনের ভাড়া আপনার হাতের নাগালেই। সিটের ধরন অনুযায়ী ভাড়া নির্ধারন করেছে। বাংলাদেশ রেলওয়ে যে ভাড়া নির্ধারন করেছে তা নিচে প্রকাশ করা হল। ট্রেন যোগে আপনারা কম সময়ে এবং অল্প টাকার মধ্যে আপনারা নিরাপদে সান্তাহার থেকে কাউনিয়া যেতে পারবেন।

সিট প্লান

ভাড়ার তালিকা

Shovan

১৬০ টাকা 

S-chair

১৯০ টাকা 




মন্তব্য

সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী অনুযায়ী আপনারা স্টেশনে পৌঁছে যাবেন। নির্ধারিত সময় থেকে অনন্ত ১৫ থেকে ২০ মিনিট আগে পৌঁছাবে। কখনই তাড়াহুড়া করবেন না। এখানে সটিক তথ্য শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সময় কারও জন্য বসে থাকেনা তাই আগে থেকে ট্রেনের সময়সূচী জেনে ট্রেনে ভ্রমন করা ভাল। 


ট্রেন আমাদের জাতীয় সম্পদ তাই এই সম্পদকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। ট্রেনের টিকিট কেটে ট্রেন ভ্রমন করব এবং সরকারকে দেশ পরিচালনার কাজে সহায়তা করব। 


ট্রেনের উঠা ও নামার সময় সাবধান থাকবেন। প্রয়োজনীয় জিনিসপত্র ও মালামাল  গুছিয়ে রাখবেন। পরিবার পরিজন নিয়ে ট্রেন ভ্রমন শেষে আবার ফিরে আসেন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: কাউনিয়া রেলওয়ে জংশন কোথায় অবস্থিত?

উত্তর:  কাউনিয়া রেলওয়ে জংশন রংপুর বিভাগের রংপুর জেলায় অবস্তিত। 


প্রশ্ন: সান্তাহার টু কাউনিয়া কতটি স্টেশন রয়েছে? 

উত্তর: সান্তাহার টু কাউনিয়া মোট ২৮ টি স্টেশন রয়েছে। কিন্তু আন্ত:নগর ট্রেন সব ষ্টেশানে থামে না।


প্রশ্ন: কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধ কবে 

উত্তর: কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭/৭৯৮)  ট্রেনটি প্রতি সপ্তাহে বুধবার বন্ধ থাকে।


প্রশ্ন: কুড়িগ্রাম এক্সপ্রেস কোথায় কোথায় দাঁড়ায়

উত্তর: কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রা শুরু করে বিমান বন্দর, নাটর, মাধনগর, সান্তাহার, জয়পুরহাট, পারবর্তীপুর, বদরগঞ্জ, রংপুর, কাউনিয়া ও কুড়িগ্রাম ষ্টেশানে দ্বারায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url