শাওয়ার জেল এর উপকারিতা ও ব্যবহারের নিয়মে

 আমরা গোসল দেওয়ার সময় শাওয়ার জেল বা সাবান অথবা বডিওয়াশ ব্যবহার করে থাকি। ত্বকের ময়লা ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সকল উপাদান ব্যবহার করে থাকি তার মধ্যে শাওয়ার জেল একটি। 

জার্মনিল শাওয়ার জেল

আজ আমি আপনাদের সামনে শাওয়ার জেল এর উপকারিতা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত  আলোচনা করব। শাওয়ার জেল ত্বকের জন্য সাবানের চাইতে অনেক ভাল। শাওয়ার জেল এর উপকারিতা সম্পর্কে কি

সঠিক তথ্য জানি? আমরা না জেনে না বুঝে শাওয়ার জেল ব্যবহার করে থাকি। আমরা শাওযার জেল কেন ব্যবহার করব, শাওয়ার জেল এর উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে জানতে ধর্য সহকারে পড়তে থাকেন


শাওয়ার জেল কি

 শাওয়ার জেল এক ধরনের ঘন তরল পদার্থ সাবান জাতীয়। সাবানে ক্ষার থাকে কিন্তু শাওয়ার জেলে কোন ক্ষার থাকেনা। ত্বকের যত্নে শাওয়ার জেল গুরত্বপূর্ন ভূমিকা পালন করে। শাওয়ার জেল ব্যবহারের ফলে ত্বকের আদ্রতা বজায় থাকে। এটি ছোট বাচ্চা ধেকে শুরু করে বৃদ্ধরাও ব্যবহার করতে পারবে। শাওয়ার জেল সাবানের তুলনায় অনেক গুন ভাল।


শাওয়ার জেল এর কাজ কি

শাওয়ার জেল মূলত বিভিন্ন উপাদানে মিশ্রিত সুগন্ধি যুক্ত তরল উপাদান। যা শরীরের বিভিন্ন জায়গাতে ব্যবহার করা যায়। শাওয়ার জেলে খারের উপাদান ণা থাকায় ত্বকের কোন ক্ষতি করে না। 


শাওয়ার জেল মূলত ত্বকের ময়লা দূর করে এবং জীবানুকে ধ্বংশ করে। ত্বককে স্বাস্ত উজ্জল এবং পরিষ্কার রাখায় শাওয়ার জেলের প্রধান কাজ।


বাচ্চাদের শাওয়ার জেল

বড়দের তুলনায় ছোট বাচ্চা ও নব জাতকের শাওয়ার জেল একটু আলাদা। কারন তাদের নরম ত্বক। বাজারে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন কোম্পানির শাওয়ার জেল পাওয়া যায়। 


বাচ্চাদের নরম ত্বকের যাতে কোন ক্ষতি না হয় সে ভাবেই কোম্পানি তৈরি করে থাকে। বাচ্চাদের শাওয়ার জেলে খনিজ তেল বা প্যারাফিন থাকেনা। এলার্জির ঝুঁকি কম থাকে।


শাওয়ার জেল এর উপকারিতা 

শাওয়ার জেল এর উপকারিতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। 

🌖 নিয়মিত শাওয়ার জেল দিয়ে গোসল করলে মৃত কোষ গুলোকে পরিষ্কার করতে সহায়তা করে।

🌖 শাওয়ার জেল দিয়ে গোসল করার ফলে নিজেকে খুব আরামদায়ক ও পরিপূর্ণতা মনে হয়।

🌖  শাওয়ার জেলে এক সাথে প্রয়োজনীয় ভিটামিন, সুগন্ধি এবং পুষ্টিকর উপদান থাকার কারনে

      আমাদের দেহে এই সকল ঘার্তি পূরণ করে।

🌖 বোতলে স্বাস্ত সন্মত ভাবে প্যাক করা থাকে তাই প্রাকৃতিক জীবানু  শাওয়ার জেলকে তারাতারি নষ্ট 

     করতে পারে না।

🌖 শাওয়ার জেল ব্যবহার করার জন্য বোতল থেকে একবারে বের করা হয় ফলে হাইজিন মেইন্টেইন 

     করে স্বাস্থ সন্মত উপায়ে ব্যবহার করা যায়।

🌖 শাওয়ার জেলে ক্ষারীয় পদার্থ না থাকায় ত্বকের কোন ক্ষতি করে না।

🌖 এছাড়া সাবানের মত ক্ষতিকারক পদার্থ থাকে না।

🌖 শাওয়ার জেল ব্যবহারের ফলে শরীরে ঘামের দূরগন্ধ থাকে না।

🌖 যারা ভাল মানের শাওয়ার জেল ব্যবহার করে তাদের ঘুমের কোন সমস্য হয়না।

🌖 শাওয়ার জেল ব্যবহারের ফলে ত্বক নরম ও স্বচ্ছ থাকে।

🌖 শাওয়ার জেল ব্যবহার করার ফলে শরীরের জন্য  অন্য কোন উপাদান ব্যবহারের প্রয়োজন নেই।


শাওয়ার জেল ব্যবহারের নিয়ম

 শাওয়ার জেল ব্যবহারে তেমন কোন নিয়ম নেই। যে ভাবে খুশি ব্যবহার করতে পারবেন। নিচে শাওয়ার জেল ব্যবহারের কিছু নিয়ম বা টেকনিট দেওয়া হল।


🌖 প্রথমে ভাল মানের বা আপনার ত্বকে সুড করে এমন শাওয়ার জেল বাছায় করে নিন। 

🌖 প্রথমে ত্বকটি পানি দিয়ে ভিজিয়ে নিন তারপর আপনার যেখানে প্রয়োজন সেখানে শাওয়ার জেল 

     লাগিয়ে নিন। 

🌖 শাওয়ার জেল ত্বকে লাগানোর পর হালকা পানি দিয়ে হাত দিয়ে ঘষা দিয়ে ফেনা তৈরি কর।

🌖 বেশি ফেনার জন্য নরম সুতি কাপড় বা অন্য কোন কাপড় ব্যবহার করতে পারেন। 

🌖 শাওয়ার জেল লাগানোর পর এক থেকে দুই মিনিট শরীরে রেখ পানি দিয়ে পরিষ্কার করুন। 

🌖 পানি দিয়ে ত্বক পরিষ্কার করার পর নরম তায়ালে দিয়ে ভিজা ত্বক মুচে নিন। 

🌖 শাওয়ার জেল দিয়ে গেসল করার ফলে আপনার ত্বক সুন্দও মোলাইন হবে।

🌖 শরীরের গন্ধজনিত সমস্যা থেকে রক্ষা করে।


জার্মনিল শাওয়ার জেল

আপনারা নিশ্চয় জার্মনিল শাওয়ার জেলের নাম শুনে থাকবেন। ২০১৯ সালের জুন মাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের অধীনে যাত্রা শুরু করে। এটি সেনাবাহীন দ্বার নিয়ন্ত্রিত ফার্মাসিউটিক্যালস প্রকল্প। 


জার্মনিল শাওয়ার জেল ত্বকের জন্য ভাল। এই শাওয়ার জেল বাংলাদেশে উৎপাদন হয়।। এটি প্রচুর ফেনা তৈরি করে এবং সুগন্ধ যুক্ত। জার্মনিল শাওয়ার জেল ব্যবহারের ফলে ত্বক নরম ও মোলাইন থাকে।


মন্তব্য

আমি নিয়মিত শাওয়ার জেল ব্যবহার করি। আগে আমি ত্বকে সাবান ব্যবহার করতাম কিন্তু শাওয়ার জেল সম্পর্কে জানার পর থেকে আমি নিয়মিত শাওয়া জেল ব্যবহার করি। ত্বকের কোন ক্ষতি হয় না। সুগন্ধি থাকায় আলাদা করে বডিস্প্রে ব্যবহার করতে হয় না। নিজেকে খুব আরাম ও স্বাচ্ছন্দ বোধ করি। 


যারা সাবান ব্যবহার করেন আমি তাদেরকে বলছি। টেন্ট করার জন্য হলেও এক বার শাওয়ার জেল ব্যবহার করে দেখেন। আশা করি আপনে যদি এক বার শাওয়ার জেল ব্যবহার করেন করেন তাহলে আপনে সাবান ব্যবহার ছেড়ে দিবেন। 


আশা করি এই পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে। শাওয়ার জেল সম্পর্কে কিছুটা হলেও বুঝাতে পেরেছি। ধন্যবাদ। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: শাওয়ার জেল দাম কত?

উত্তর: শাওয়ার জেল প্রোডাক্ট কোয়ালিটির ও পরিমানের উপর এর দাম নির্ধারন করে থাকে। বাজারে ২০০ থেকে ২০০০ মধ্যে শাওয়ার জেল পাওয়া যায়।


প্রশ্ন: শাওয়ার জেল নাকি সাবন কোনটি ভাল?

উত্তর: সাবানের চাইতে শাওয়ার জেল ১০০ গুন ভাল। কারন সাবানের মধ্যে ক্ষার থাকে যা ত্বকের জন্য অত্যান্ত ক্ষতিকর। অপর দিকে শাওয়ার জেলে কোন ক্ষার থাকে না। শাওয়ার জেলে সুগন্ধি ও অন্যান্য পুষ্টি ও ভিটামিন থাকে। 


প্রশ্ন: শাওয়ার জেল কি প্রতিদিন ব্যবহার করা যাবে? 

উত্তর: শাওয়ার জেল সাবানের মত প্রতিদিন ব্যবহার করা যাবে। এতে কোন ক্ষতি হবে না।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url