বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

 আশা করি আপনে নিশ্চয় ভাল আছেন। আপনে কি বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী অনুসন্ধান করছেন? হ্যাঁ এখানেই আপনে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। বাংলাদেশ রেলওয়ে থেকে প্রকাশিত ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ সকল ধরনের সঠিক তথ্য এই অয়েবসাইটে  প্রকাশ করেছি।

বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী

 আপনাদের নিরাপদ ভ্রমনের জন্য কিছু ট্রিপস দেওয়া আছে। ভ্রমনের জন্য ট্রেন মানুষের প্রথম পছন্দ। বগুড়া

থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী অনুসারে আন্ত:নগর ট্রেন ও লোকাল ট্রেন নিয়মিত চলাচল করছে। লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।

আরও পড়ুন সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


বগুড়া থেকে লালমনিরহাট দূরত্ব প্রায় ১৩৬.৬ কিলোমিটার। বগুড়া টু লালমনিরহাট রুটে আগে আন্ত:নগর ট্রেন ছিলনা। যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য আন্ত:নগর ট্রেন এই রুটে ছাড়ে। যাত্রীরা এতে অনেক উপকৃত হচ্ছে। আপনে যদি বগুড়া টু লালমনিরহাট ট্রেন যোগে যাওয়ার উদ্দেশ্য বগুড়া থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী অনুসন্ধান করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।


বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী (আন্ত:নগর)

বগুড়া টু লালমনিরহাট রুটে তিনটি আন্ত:নগর ট্রেন চলাচল করছে। লালমনি এক্সপ্রেস ৭৫১, করতোয়া এক্সপ্রেস ৭১৩ ও বুড়িমারী এক্সপ্রেস ৮০৯ এই ট্রেন গুলি বতৃমানে চলাচল করছে। নিচে ট্রেনের সময়সূচী, বন্ধের দিন ও ট্রেনের কোড সহ আলোচনা করা হল।


ট্রেনের নাম 

কোড 

বন্ধের দিন 

বগুড়া পৌঁছে 

লালমনিরহাট  পৌঁছে 

লালমনি এক্সপ্রেস

৭৫১

শুক্রবার 

রাত ০৪.৩০ মি

সকাল ০৭.৩০ মি

করতোয়া এক্সপ্রেস

੧১৩ 

বুধবার 

সকাল ০৯.৫৮ মি 

দুপুর ০১.২০ মি

বুড়িমারী এক্সপ্রেস

৮০৯ 

মঙ্গলবার 

বিকাল ০৩.০০ মি

সকাল ০৬.১০ মি


বগুড়া থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী (লোকাল ট্রেন)

বগুড়া থেকে লালমনিরহাট রুটে দুটি লোকাল বা মেইল ট্রেন নিয়মিত চলাচল করছে। পদ্মরাগ কমিউটার (২১) এবং বগুড়া মেইল (১৯) এই দুটি ট্রেন সান্তাহার থেকে বগুড়ার উপরদিয়ে  লালমনিরহাট পর্যন্ত চলাচল করে।


আরও পড়ুন সান্তাহার টু ফুলবাড়ি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


পদ্মরাগ কমিউটার ও বগুড়া মেইল ট্রেন দুটি সকল স্টেশনে থামে। সকল ধরনের যাত্রী এই সকল ট্রেনে ভ্রমন করতে পারে। লোকাল বা মেইল ট্রেনের ভাড়া অতি সামন্য। পদ্মরাগ কমিউটার ট্রেনটি বেসরকারী সংস্থা দ্বারা পরিচালিত এবং বগুড়া মেইল বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত। 


বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী অনুসারে পদ্মরাগ কমিউটার ট্রেনটি বগুড়া পৌঁছে সকাল ০৭.৪৫ মিনিটে এবং বগুড়া মেইল ট্রেনটি বগুড়া পৌঁছে দুপুর ০৩.১০ মিনিটে।


বগুড়া টু লালমনিরহাট ট্রেনের ভাড়ার তালিকা

ট্রেনের ভাড়া নির্ধারন করে ট্রেনের সিটের ধরন এর উপর নির্ভর করে। ট্রেনের ভাড়া অন্যান্য যানবাহনের চাইতে কম হয়ে থাকে। ট্রেনের টিকিট এখন অনলাইনে ঘড়ে বসে কাটা যায় অথবা যে কোন স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটা যায়। বগুড়া থেকে লালমনিরহাট ট্রেনের ভাড়া নিচে দেওয়া হল।


সিটের ধরন

ভাড়ার তালিকা

শোভন চেয়ার

১৬০ টাকা 

স্নিগ্ধা

৩০৫  টাকা 

এসি সিট

৩৬৩  টাকা 

এসি বার্থ

৫৪৭  টাকা 


মন্তব্য

আপনারা জেনে গেছেন বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা। আশা করি এই পোস্ট থেকে আপনারা উপকৃত হবেন।  লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী এখানেই পাবেন। ট্রেন ভ্রমনের আগে আপনার মালপত্র বা অন্যান্য জিনিস গুছিয়ে রাখুন। ট্রেনে উঠা ও নামার সময় তাড়া-হুড়া করিবেন না। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ। 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: লালমনি এক্সপ্রেস বন্ধের দিন

উত্তর: লালমনি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সপ্তাহে একদিন বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেন প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে।


প্রশ্ন: লালমনি এক্সপ্রেস সিট প্লান 

উত্তর: লালমনি এক্সপ্রেস ট্রেনের সিট খুব আরাম দায়ক তাই এই ট্রেনে ভ্রমন করিলে কোন বিরক্ত আসবে না। এই ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে। লালমনি এক্সপ্রেস ট্রেনটির সিট প্লান হল শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি চেয়ার।


প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেনের কোড

উত্তর: আপনে নিশ্চয় লালমনি এক্সপ্রেস ট্রেনের কোড অনুসন্ধান করছেন? তবে চিন্তার কোন কারন নেই এথানে আপনে পেয়ে যাবেন। লালমনিরহাট থেকে ঢাকার অবিমুখে ট্রেনটির কোড হল ৭৫২ এবং ঢাকা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url