ঢাকা থেকে চিলাহাটি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

 প্রিয় যাত্রীবৃন্দ আপনাদেরকে স্বাগতম। আপনে নিশ্চয় ঢাকা থেকে চিলাহাটি ট্রেন যোগে ভ্রমন করবেন। তাই ঢাকা থেকে চিলাহাটি ট্রেনের সময়সূচী খোঁজার জন্যে এখানে এসেছেন। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।

ঢাকা থেকে চিলাহাটি ট্রেনের সময়সূচী

বর্তমানে ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী অনুসরন করে দুটি ট্রেন চলাচল করছে। আমরা আপনাকে ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সঠিক দেওয়ার চেষ্টা করব। আমরা রেলওয়ে থেকে প্রকাশিত সঠিক তথ্য নিয়ে

এখানে পোস্ট করেছি। আশা করি আপনে সঠিক তথ্য পেয়ে যাবেন। চিলাহাটি টু ঢাকা ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।


আরও পড়ুন সান্তাহার টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


প্রিয় যাত্রীগন আপনারা ঢাকা থেকে চিলাহাটি ট্রেনের সময়সূচী জেনে ট্রেন ভ্রমনে প্রস্তুতি গ্রহন করুন। ঢাকা স্টেশন পৌঁছার আগে আপনার মালপত্র গুছিয়ে নিন। ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী জানতে দয় করা সম্পূর্ণ আর্টিকেল পড়তে থাকেন।


ঢাকা থেকে চিলাহাটি ট্রেনের সময়সূচী 

ঢাকা থেকে চিলাহাটি রুটে দুটি আন্ত:নগর ট্রেন সপ্তাহে ছয়দিন নিয়মিত চলাচল করছে। ট্রেন দুটি হল নীলসাগর এক্সপ্রেস ৭৬৫ এবং চিলাহাটি এক্সপ্রেস ৮০৫ নং ট্রেন। দুটি ট্রেনই উন্নত মানের। প্রতিটি বগিতে রয়েছে ওয়াইফাই এবং রয়েছে টিভি দেখার ব্যবস্থা। যে সকল যাত্রী ট্রেন ভ্রমন পছন্দ করে তাদের আবার স্বাগত জানায়।  নিচে ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী দেওয়া হল।


ট্রেনের নাম 

কোড 

বন্ধের দিন 

ঢাকা ছাড়ে 

চিলাহাটি  পৌঁছে 

চিলাহাটি এক্সপ্রেস

৮০৫

শনিবার

বিকাল  ০৫.০০ মি

রাত ০৩.০০ মি

নীলসাগর এক্সপ্রেস

৭৬৫

সোমবার

সকাল ০৬.৪৫ মি

বিকাল ০৪.০০ মি


ঢাকা টু চিলাহাটি ট্রেনের ভাড়ার তালিকা

বাংলাদেশ রেলওয়ে থেকে প্রকাশিত ট্রেনের ভাড়া সরা সরি এই সাইটে প্রকাশিত হয়েছে। এখানে আনে সঠিক তথ্য পেয়ে যাবেন। ঢাকা টু চিলাহাটি রুটে রয়েছে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ জাতীয় আরাম দায়ক ও বিলাস বহুল সিট। ভাড়ার তালিকা নিচে দেওয়া হল।


সিটের ধরন

ভাড়ার তালিকা

শোভন চেয়ার

৬২০ টাকা 

স্নিগ্ধা

১১৮৫  টাকা 

এসি সিট

১৪২১  টাকা 

এসি বার্থ

২১২৮  টাকা 


সারসংক্ষেপে কিছু কথা

আপনারা যদি ঢাকা থেকে চিলাহাটি ট্রেন ভ্রমন করতে চান তাহলে অগ্রিম টিকিটি সংগ্রহ করে রাখবেন। কারন ট্রেন ভ্রমনের চাহিদা বেশি থাকায় টিকিট আহেই বিক্রি হয়ে যায়। ভূল করে কখনই কালো বাজারি থেকে টিকিট ক্রয় করিবেন না। প্রমানিত হলে রেলের আইন অনুসারে আপনার শাস্তি হতে পারে।


আরও পড়ুন সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


ট্রেনে উঠার পর যদি আপনার সিট খুঁজে না পান তাহলে ট্রেনে কর্মরত স্টাফদের সহযোগীতা নিবেন। ট্রেনে উঠা ও নামার সময় কখনাই তাড়া-হুড়া করিবেন না। পকেট মার থেকে সাবধানে থাকবেন। টিলাহাটি থেকে ঢাকার ট্রেনের সময়সূচী এখানেই পাবেন। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। অন্যান্য ট্রেনের সময়সূচী জানতে এই অয়েব সাইট ভিজিট করুন।


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সর্বপ্রথম কোন দেশে রেলপথ চালু হয়? 

উত্তর: ১৮২৫ সালে যুক্তরাজ্য সর্বপ্রথম রেলপথ চালু করেন। 


প্রশ্ন: বাংলাদেশে কত ধরনের রেলপথ চালু আছে? 

উত্তর: এই প্রশ্নের উত্তরে বেশির ভাল লোক ভূল উত্তর দিবে। সঠিক উত্তরটি জেনে নিন। বাংলাদেশে মোট তিনটি রেলপথ চালু আছে। যেমন মিটারগেজ, ব্রডগেজ ও ডুয়েলগেজ।


প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগে রেলপথ চালু  নেই? 

উত্তর: বাংলাদেশের বরিশাল বিভাগে রেলপথ চালু নেই। 


প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কোথায় রেলপথ স্থাপন হয়? 

উত্তর: ১৮৬২ সালে ১৫ নভেম্বর দর্শনা হইতে কুষ্টিয়া পর্যন্ত সর্বপ্রথম বাংলাদেশে রেলপথ চালু হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url