ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

 আপনে কি ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের সময়সূচী এবং ভাড়া অনুসন্ধান করছেন? তাহলে চিন্তার কোন কারন নেই এখানেই সকল সঠিক তথ্য পেয়ে যাবেন। আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি।

ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের সময়সূচী

বাংলাদেশ রেলওয়ে থেকে প্রকাশিত ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের সময়সূচী এখানে পোস্ট করা হয়েছে। ট্রনের সময়সূচী, ট্রেনের কোড নং, বন্ধের দিন ও ভাড়ার তালিকা সহ সকল ধরনের আপডেট খবর দেওয়ার চেষ্টা করছি। সান্তাহার টু ফুলবাড়ী ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।

বর্তমানে নতুন ট্রেন সংযোজন করার ফলে রেল বিভাগের ব্যপক উন্নতি সাধন হয়েছে। ট্রেনের কোচ গুলো আধুনিক হওয়াই মানুষ আরাম আয়েশে ট্রেন ভ্রমন করছে। ট্রেন ভ্রমনে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ট্রেনে কোন প্রকার ঝাঁকুনি হয়না। কিন্তু আগের ট্রেনের বগি গুলোতে খুব ঝাঁকুনি হত। নিচে ফুলবাড়ী থেকে সান্তাহার ট্রেনের সমযসূচী দেওয়া হল।


ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের সময়সূচী (আন্ত:নগর ট্রেন)

যানবাহনের মধ্যে ট্রেন ভ্রমন মানুষের প্রথম পছন্দ। ফুলবাড়ী থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী, ট্রেনের কোড ও বন্ধের দিন সহ বিস্তারিত আলোচনা করা হল। আপনার সময় অনুসারে বেছে নিন কোন ট্রেনে ভ্রমন করবেন।


ট্রেনের নাম

কোড

বন্ধের দিন

ফুলবাড়ী পৌঁছে

সান্তাহার পৌঁছে

দ্রতযান এক্সপ্রেস

৭৫৮

নাই

সকাল ১১.০৪ মি

দুপুর ১২.৩০ ‍মি

সীমান্ত এক্সপ্রেস

৭৪৮

সোমবার

রাত ০৮.৪৩ মি

রাত ১০.১০ মি

তিতুমীর এক্সপ্রেস

৭৩৪

বুধবার

সন্ধা ০৫.০৮ মি

সন্ধা ০৬.৫৫ মি

নীলসাগর এক্সপ্রেস

৭৬৬

রবিবার

রাত ০৯.৫৮ মি

রাত ১১.২০ মি

রুপসা এক্সপ্রেস

৭২৮ 

বৃহস্পতিবার

সকাল ১০.৩৬ মি

দুপুর ১২.০০ মি

বরেন্দ্র এক্সপ্রেস

৭৩২

রবিবার

নকাল ০৭.১৩ মি

সকাল ০৮৪৫ মি

বাংলাবান্ধা এক্সপ্রেস

৮০৪

শনিবার

দুপুর ১২.৩৮ মি

দুপুর ০২৩০ মি

একতা এক্সপ্রেস

৭০৬

নাই

রাত ১২.৩১ মি

রাত ০২.১৫ মি

চিলাহাটি এক্সপ্রেস

৮০৬

শনিবার

সকাল ০৭.৪৮ মি

সকাল ০৯.১৫ মি


ফুলবাড়ী থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী (লোকাল ট্রেন)

ফুলবাড়ী টু সান্তাহার দুটি লোকাল ট্রেন চলাচল করে। এই লোকাল ট্রেনের ভাড়া অতি সামান্য। তাই এই সকল ট্রেনের যাত্রী সংখ্যা সব সময় বেশি থাকে। লোকাল ট্রেন গুলো বেসরকারী দ্বারা পরিচালিত। 


ট্রেনের নাম

কোড

ফুলবাড়ি পৌঁছৈ

সান্তাহার পৌঁছে

উত্তরা মেইল

৩২


সকাল ০৬.১২ মি

রকেট মেইল

২৪


দুপুর ১১.৪৫ মি






ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

আমারা বাংলাদেশের সচেতন নাগরিক। ট্রেনের টিকিট ক্রয় করে ট্রেন ভ্রমন করব। ফুলবাড়ী টু সান্তাহার ট্রেনের টিকিটের মূল্য সিটের ধরনের উপর নির্ভর করে। বাংলাদেশ রেলওয়ে কর্তুক প্রকাশিত টিকিটের মূল্য নিচে দেওয়া হল। 


সিটের ধরন

টিকিটের মূল্য

SHOVAN

৮০ টাকা

S-CHAIR

৯৫ টাকা

SNIGDHA

১৭৯ টাকা

AC-S

২১৩ টাকা

AC-B

৩২২ টাকা


মন্তব্য

উপরে ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ বিস্তারিত আলোচনা করলাম। আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে। ট্রেনের সময়সূচী সকলের জেনে থাকা ভাল। সকল ধরনের ট্রেনের আপডেট সময়সূচী জানতে আমাদের সঙ্গে থাকুন। 


ট্রেনে উঠা ও নামার সময় অবশ্যয় সতর্ক থাকবেন যেন আপনার সকল জিনিসপত্র সাথে থাকে। ট্রেন ভ্রমন শেষে নিজ বাড়িতে ফিরে আসেন এই কামনা করি। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ।

সান্তাহার টু ফুলবাড়ী ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন 

উত্তর: একতা এক্সপ্রেস  ট্রেন সপ্তাহে সাতদিন চলাচল করে।


প্রশ্ন: একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পঞ্চগড় টু ঢাকা 

উত্তর: একতা এক্সপ্রেস  ট্রেনটি পঞ্চগড় থেকে রাত ০৯.১০ মি: ছাড়ে এবং ঢাকাতে পৌঁছে ۷সকাল ০৭.৫০ মিনিটে। 


প্রশ্ন: নীলসাগর এক্সপ্রেস কোথায় কোথায় থামে 

উত্তর: নীলসাগর এক্সপ্রেস ট্রেন যে সকল ষ্টেশনে থামে তা হল চিলাহটি, ডমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বর্তীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নাটোর, মুলাধুলি, বঙ্গবন্ধু সেতু পূর্ব, জয়দেবপুর এবং ঢাকা।


প্রশ্ন: বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ 

উত্তর: বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ গুলো হল পঞ্চগড়, কিসমত, রুহিয়া, ঠাকুগাও রোড, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর,  ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, আব্দুলপুর  এবং রাজশাহী।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url