জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

 প্রিয় যাত্রীগণ আপনারা কেমন আছেন? আজকের বিষয় হল জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী এবং ভাড়া নিয়ে। আপনে নিশ্চয় অনলাইনে খুঁজে হয়রান হয়েছেন কোথাও সঠিক ট্রেনের সময়সূচী খুঁজে পাননি। চিন্তার কোন কারন নেই। এখানে সঠিক ট্রেনের সময়সূচী পেয়ে যাবেন। 

জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী

আপনে যদি জয়পুরহাট থেকে পঞ্চগড় ট্রেনে ভ্রমন করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমরা

সঠিক ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ও অন্যান্য তথ্য দেওয়ার চেষ্টা করব। পঞ্চগড় টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী এখানেই জানতে পাবেন। বর্তমানে ট্রেনের যাত্রী সংখ্যা বেড়েই চলছে। তাই সরকার যাত্রীদের কথা চিন্তা করে রেলের পরিসেবা বৃদ্ধি করছে।



আরও পড়ুন লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


আপনে যদি জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেন ভ্রমন করতে চান তাহলে জয়পুরহাট থেকে পঞ্চগড় ট্রেনের সময়সূচী জানা আপনার জন্য অত্যান্ত গুরত্বপূর্ণ। নিচে ট্রেনের সময়সূচী দেওয়া হল। জয়পুরহাট থেকে পঞ্চগড় দূরত্ব প্রায় ১৭০.৭ কিলোমিটার। পঞ্চগড় টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।


জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী

জয়পুরহাট থেকে পঞ্চগড় রুটে যে সকল ট্রেন যাতায়াত করে সে গুলো হল দ্রতযান এক্সপ্রেস ৭৫৭, পঞ্চগড় এক্সপ্রেস ৭৯৩, একতা এক্সপ্রেস ৭০৫ এবং বাংলাবান্ধা এক্সপ্রেস ৮০৩ নামক ট্রেন। এই ট্রেন গুলো আধুনিক এবং আরামদায়ক। তাই যাত্রীগণ বিলাসিতার মধ্যে দিয়ে ট্রেন ভ্রমন করে।


ট্রেনের নাম 

কোড 

বন্ধের দিন 

জয়পুরহাট পৌঁছে 

পঞ্চগড়  পৌঁছে 

দ্রুতযান এক্সপ্রেস

৭৫৭

নাই

রাত ০২.০৬ মি

সকাল ০৬.৪৫ মি

পঞ্চগড় এক্সপ্রেস

৭৯৩

নাই

ভোর ০৫.১৬ মি

সকাল ০৯.৫০ মি

একতা এক্সপ্রেস

৭০৫

নাই

বিকাল ০৪.৪৯ মি

রাত ০৯.০০ মি

বাংলাবান্ধা এক্সপ্রেস

৮০৩

শুক্রবার

রাত ১২.০৬ মি

রাত ০৪.৩০ মি


জয়পুরহাট থেকে পঞ্চগড় ট্রেনের ভাড়ার তালিকা

আপনে যদি জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেন ভ্রমন করতে চান তাহলে ভাড়া সম্পর্কে তথ্য জানতে হবে। ভ্যাট সহ সরকার ভাড়া নির্ধারন করে দিয়েছেন। একই ট্রেনে একই দূরত্বে ভাড়ার তারতম্য ঘটে। সিটের ধরনের উপর ভাড়া কম বেশি হয়। নিচের ছক থেকে ভাড়ার তারিকা সম্পর্কে  সঠিক ধারনা পাবেন।


আরও পড়ুন সান্তাহার থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


সিটের ধরন

ভাড়ার তালিকা

শোভন চেয়ার

২৩০ টাকা 

স্নিগ্ধা

৪৪৩  টাকা 

এসি সিট

৫২৯ টাকা 


কিছু অন্য কথা

জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী অনুসারে যাত্রার প্রস্তুতি গ্রহন করুন। আপনারা ‍নিশ্চয় ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। আজকের পোস্টটি যদি আপনার উপকারে আসে তাহলে আমার কষ্টটি স্বার্থক হবে। আজকের বিষয় ছিল জয়পুরহাট টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী এবং ভাড়া নিয়ে। পঞ্চগড় টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী এখানেই জানতে পাবেন।


আরও পড়ুন কাঠ মিস্ত্রির যন্ত্রপাতির নাম ও যন্ত্রপাতির ব্যবহার জেনে নিন


ট্রেন ভ্রমনের পূর্বে অগ্রীম টিকিট ক্রয় করে রাখতে পারেন। ট্রেন বাংলাদেশের জাতীয় সম্পদ তাই এই সম্পদকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক ধন্যবাদ।


কিছু প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন: রেলওয়ে টিকিট কতদিন আগে বুকিং করা যায়? 

উত্তর: বাংলাদেশ রেলওয়ে টিকিট সর্বউচ্চ দশ দিন আগে টিকিট সংগ্রহ করা যায়। অগ্রীম টিকিট সংগ্রহ করার ক্ষেতে আপনার এন আইডি প্রয়োজন হবে।


প্রশ্ন: বাংলাদেশে একটি ভোটার আইডি দিয়ে প্রতিদিন কতটি টিকিট সংগ্রহ করা যায়? 

উত্তর: বাংলাদেশে একটি ভোটার আইডি দিয়ে প্রতিদিন সর্বউচ্চ চারটি আসন বা টিকিট সংগ্রহ করতে পাবেন।


প্রশ্ন: ট্রেনের টিকিট চেক করার দায়িত্ব কার? 

উত্তর: বাংলাদেশে ট্রেনের টিকিট চেক করার দায়িত্ব ট্রেনে কর্মরত টিটিই। যাদের পোশাকে টিটিই লেখা থাকে তারাই সাধারণত টিকিট চেক করে। এদেরকে বলা হয় ভ্রম্যমান টিকিট পরীক্ষক।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url