লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

ভ্রমনের দিক থেকে ট্রেন মানুষের প্রথম পছন্দ। আপনে নিশ্চয় লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী অনুসন্ধান করছেন? আশা করি এখানেই সঠিক তথ্য পেযে যাবেন। লালমনিরহাট থেকে বগুড়ার দূরত্ব প্রায় ১৩৬.৬ কিলোমিটার।

লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী

রেলওয়ে কর্তুপক্ষ থেকে প্রকাশিত সকল সঠিক তথ্য এই অয়েবসাইটে প্রকাশ করা হয়। আপনে যদি ট্রেন ভ্রমন পছন্দ করেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। ট্রেন ভ্রমনের জন্য লালমনিরহাট থেকে বগুড়া ট্রেনের

সময়সূচী জানা আপনার জন্য একান্ত প্রয়োজন। ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা জানা না থাকলে বিভ্রান্তির মধ্যে পড়বেন। আপনার সুবিধার জন্য এই পোস্টটি করা।


আরও পড়ুন দিনাজপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা


আপনারা অগ্রীম ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তাই ট্রেনে ভ্রমনের পূর্বে টিকিট সংগ্রহ করে রাখা ভাল। নিচে দেওয়া লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী দেখে কখন ট্রেন ভ্রমন করবেন তা নির্ধারন করে টিকিট সংগ্রহ করবেন। বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী এখানেই পাবেন।


লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সময়সূচী (আন্ত:নগর ট্রেন)

লালমনিরহাট থেকে বগুড়া তিনটি আন্ত;নগর ট্রেন পাবেন। এই তিনটি ট্রেনের মধ্যে আপনার সুবিধা মত যে কোন একটি ট্রেনে চড়ে লালমনিরহাট টু বগুড়াতে আসতে পারবেন। লালমনি এক্সপ্রেস ৭৫২, করতোয়া এক্সপ্রেস ৭১৪ এবং বুড়িমারীে এক্সপ্রেস ৮১০ এই তিনটি ট্রেনের সময়সূচী, ট্রেনের কোড, বন্ধের দিন সহ অন্যান্য তথ্য নিচে দেওযা হল।


ট্রেনের নাম 

কোড 

বন্ধের দিন 

লালমনিরহাট  পৌঁছে 

বগুড়া  পৌঁছে 

লালমনি এক্সপ্রেস

৭৫২

শুক্রবার 

সকাল ১০.০০ মি (ছাড়ে)

দুপুর ১২.৫১ মি

করতোয়া এক্সপ্রেস

৭১৪

বুধবার 

সন্ধা ০৬.২০ মি

রাত ੦৯.৪৫ মি

বুড়িমারী এক্সপ্রেস

৮১০

মঙ্গলবার 

রাত ০৯.১০ মি (ছাড়ে)

রাত ১২.০৩ মি


লালমনিরহাট থেকে বগুড়া ট্রেনের সময়সূচী (লোকাল ট্রেন)

দুটি লোকাল বা মেইল ট্রেন লালমনি থেকে বগুড়া নিয়মিত চলাচল করছে। ট্রেন দুটি হল পদ্মরাগ কমিউটার এবং বগুড়া মেইল ট্রেন। এই দুটি ট্রেন সপ্তাহে প্রতিদিন চলাচল করে। লোকাল/মেইল ট্রেনে সবসময় যাত্রী সংখ্যা বেশি হয়। এই সকল ট্রেনে ভাড়া কম হওয়ায় সকল শ্রেনীর যাত্রী ট্রেন ভ্রমন করে থকে। নিচে ট্রেনের সময়সূচী দেওয়া হল

ট্রেনের নাম 

কোড 

লালমনিরহাট ছাড়ে 

বগুড়া  পৌঁছে 

পদ্মরাগ কমিউটার

২২

দুপুর ০২.০০ মি

সন্ধা ০৬৫২ মি

বগুড়া মেইল

২০

সকাল ০৬.১০ মি 

সকাল ১০৫০ মি


লালমনিরহাট টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা

ভাড়া নির্ধারন করে ট্রেনের সিটের ধরনের উপর নির্ভর করে। তবে ভাড়া হাতের নাগালেই। আপনের যদি ট্রেনে লালমসিরহাট থেকে বগুড়া ভ্রমন করতে চান তাহলে ভাড়ার তালিকা আপনার জন্য তৈরি করা হয়েছে। ট্রেনের ভাড়ার তালিকা জানতে দয়া করে আর্টিকেল গুলো পড়তে থাকে।


সিটের ধরন

ভাড়ার তালিকা

শোভন চেয়ার

১৬০ টাকা 

স্নিগ্ধা

৩০৫  টাকা 

এসি সিট

৩৬৩  টাকা 

এসি বার্থ

৫৪৭  টাকা 


শেষ মন্তব্য

উপরে দেওয়া লালমনিরহাট টু বগুড়া ট্রেনের সমযসূচী অনুযায়ী আপনারা স্টেশনে কিছু আগেই পৌঁছাবেন। একটি কথা মনে রাখবেন ট্রেনে উঠা ও নামার সময় তাড়াহুড়া করবেন না এবং সাবধানে থাকবেন। ভূলে কোন জিনিস রেখে গেলে সেটি আর ফেরত নাও পেতে পারেন। ট্রেন ভ্রমন সহজ লভ্য করার জন্য সরকার সর্বচ্চ উন্নত সেবা দিয়ে যাচ্ছে। বগুড়া টু লালমনিরহাট ট্রেনের সময়সূচী এখানেই পাবেন। আশা করি এই পোস্টটি আপনার জন্য খুব সহায়ক হবে। আপনার যাত্রা শুভ ও সুন্দর হউক। ধন্যবাদ।


আরও পড়ুন সান্তাহার টু কাউনিয়া ট্রেনের সময়সূচী 


কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: লালমনিরহাট টু বগুড়া কয়টি ট্রেন চলাচল করে? 

উত্তর: লালমনিরহাট টু বগুড়া রুটে লোকাল সহ মোট পাঁচটি ট্রেন চলাচল করছে। যেমন লালমনি এক্সপ্রেস, করতোয়া  এক্সপ্রেস, বুড়িমারীে এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার এবং বগুড়া মেইল ট্রেন।


প্রশ্ন: ঢাকা হতে লালমনিরহাট কত কিলোমিটার? 

উত্তর: রেল পথে ঢাকা হতে লালমনিরহাট দূরত্ব ৫৮০ কিলোমিটার এবং ঢাকা হতে লালমনিরহাট সড়ক পথে মোট দূরত্ব ৩৪৩ কিলোমিটার।


প্রশ্ন: বুড়িমারী এক্সপ্রেস রুট 

উত্তর: বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা রুটে নিয়মিত চলাচল করছে। লালমনিরহাট থেকে ঢাকার দিকে যে সকল স্টশনে যাত্রা বিরতি দেয়  সেই সকল স্টেশনের নাম গুলো হল লালমনিরহাট, বুড়িমারী, পাটগ্রাম, বারখাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর এবং ঢাকা।

 ঢকা থেকে লালমনিরহাট এর দিকে বিমানবন্দর, নাটোর, সান্তাহার, গুড়া, বোনারপাড়া,গাইবান্ধা, কাউনিয়া, তুষভান্ডার, হাতিবান্ধা, পাটগ্রাম, বুড়িমারী ও লালমনিরহাট ন্টেশনে যাত্রা বিরতী দেয়।


প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেন বন্ধের দিন?

উত্তর: লালমনি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সপ্তাহে একদিন বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেন প্রতি শুক্রবার বন্ধ থাকে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url