বিশ্বের সবচাইতে বড় জাহাজ কোনটি
ভুমিকা
বর্তমানে বিশ্বে আলোচিত সবচাইতে বড় জাহান নিয়ে অনেক কৌতুহল সবার মনে। জাহাজটি কত বড়? কি উদ্দেশ্যে তৈরি করা হল? এখানে কারা থাকে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বের সবচাইতে বড় জাহাজ ছিল টাইটানিক। টাইটানিক এর চাইতে এখন অনেক বড় বড় জাহাজ তৈরি হয়েছে।
বর্তমানে বিশ্বের সবচাইতে বড় জাহাজ হল ওয়েসিস অব দ্যা সিস। এটি টাইটানিক এর চাইতে ২০ গুন বড়। প্রযুক্তির যত উন্নতি ঘটছে ততই মানুষের চাহিদা বেড়েই চলছে। তাই মানুষ বড় বড় জাহাজ তৈরিতে প্রতিযোগীতা শুরু করে দিয়েছে।ধারন ক্ষমতা ও গঠন কৌশল
ওয়েসিস অব দ্যা সিস জাহাজটি ৬৩০০ জন যাত্রী ধারন করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি ২২ তলা বিশিষ্ট বিলাস বহুল আকারে তৈরি করা হয়েছে। অথ্যাৎ এই জাহাজটির উচ্চতা ২৩০ ফুট এবং লম্বা ১ হাজার ১৮৭ ফুট। বিলাস বহুল রুম রয়েছে ২৭০০ টি এবং ডেক্স রয়েছে ১৬ টি। এই জাহাজটিতে প্রায় ২১০০ জন ক্রু রয়েছে।
বিশ্বের সবচাইতে বড় জাহাজে রয়েছে প্রায় ১২ হাজার গাছের চারা এবং ৫৬ টি বড় গাছ রয়েছে। ওয়েসিস অব দ্যা সিস জাহাজটিকে মোট সাতটি ভাগে ভাগ করেছেন যেমন বিনোদন কেন্দ্র, সেন্ট্রাল পার্ক, ফিটনেস সেন্টার, পুল এবং আরও অনেক কিছু। এছাড়াও জাহাজের পিছনের অংশে রয়েছে ৭৫০ টি আসন রয়েছে।
নির্মান সময়
২০০৬ সালে নির্মানে উদ্যগ নেয় এবং ২০০৭ সালে ১২ নভেম্বর কাজ শুরু করেন। ওয়েসিস অব দ্যা সিস জাহাজটির নির্মান কাজ শেষ করে ২০০৯ সালে নভেম্বর মাসের ১ তারিখে। বিশ্বের সবচাইতে বড় জাহাজটি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর।
আরও পড়ুন পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ
জাহাজটি নির্মানে মোট শ্রমিক কাজ করেছিল প্রায় দুই হাজার পাঁচশত জন। বিশ্বের সবচেয়ে বড় জাহাজে যাত্রী বাহী এয়ার বাসে ৩৮০ তে সিটের সংখ্যা ছিল ৫২৫ টি। ওয়েসিস অব দ্যা সিস নাম জাহাজটি তৈরি করতে মোট ব্যায় হয়েছিল প্রায় ৭০০ মিলিয়ন পাউন্ট। যা বাংলাদেশী টাকায় হিসাব করলে দ্বারায় ৭৫৪৮,০৬,৯৫,৭৪৫ টাকা।
জাহাজের বিশেষ সুযোগ সুবিধা
ওয়েসিস অব দ্যা সিস জাহাজে রয়েছে উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা। যেমন হার্ট অ্যাটাক জনিত সমস্যা, খাবার জনিত পেটের সমস্যা, পিঠের ব্যাথা, গলা ব্যাথা ইত্যাদি ধরনের চিকিৎসা এই জাহাজে দেওয়া হয়। এছাড়া গুরতর সমস্যা হলে রূগীকে হেলিকাপ্টারে স্থানান্তরের ব্যাবস্থা রয়েছে।
খাবাররে ব্যাবস্থার দিক থেকে রয়েছে অনেক সুয়োগ সুবিধা। ২৬ টি রান্না ঘড়ে হতে থাকে রান্না। যাত্রীদের ঘুম ভাঙ্গানোর আগে থেকেই রান্না বান্না শুরু হয়। এক একটি রান্না ঘড়ে ভিন্ন ভিন্ন রান্না হয়। ধরেন একটি রুমে যদি মাংস রান্না হয় সেখানে আর অন্য খাবার রান্না হয় না। এখানে সব ধরনের খাবার মজুদ থাকে।
আরও পড়ুন কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির নাম ও ব্যবহার
বাশি পঁচা বা নষ্ট জাতীয় খাবার সরিয়ে ফেলা হয়। যে কোন যাত্রী তার পছন্দ মত খাবার খেতে পারে।
জাহাজের নাম করন
এই জাহাজের নাম করনের আগে নাম প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। প্রায় ৯১ হাজার সংগ্রহিত নাম থেকে ওয়েসিস অব দ্যা সিস নামক নামটি চূরান্ত পর্যায়ে অনুমদন পায়।
ওয়েসিস অব দ্যা সিস এর গতিবেগ
বিশ্বের সবচাইতে বড় জাহাজটি গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। এই জাহাজে রয়েছে ১৮ টি ডেক এর মধ্যে রয়েছে ১৬ টি ডেকে রয়েছে ২ হাজার ৭৪৭ টি কেবিন। এই জাহাজটি এত বড় যে কোন যাত্রী হারিয়ে যেতে পারে। যাত্রী যাতে হারিয়ে না যায় সে জন্য রয়েছে জিপিএস এর ব্যবস্থা।
পরিশেষ কিছু কথা
আগে টাইটিানিক জাহাজটি ছিল সবচেয়ে বড় জাহাজ কিন্তু সময়েরে ব্যবধানে এখন আরো উন্নত ও বড় বড় জাহাজ তৈরি হচ্ছে। ভবিষ্যতে ওয়েসিস অব দ্যা সিস নামক জাহাজের চাইতে আরো উন্নত ধরনের ও বড় আকৃতি জাহাজ তৈরি হবে।
কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পৃথিবীর সবচাইতে বড় জাহাজের নামকি?
উত্তর: বিশ্বের সবচাইতে বড় জাহাজের নাম হল ওয়েসিস অব দ্যা সিস। জাহাজটি ৬৩০০ জন যাত্রী ধারন করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি ২২ তলা বিশিষ্ট বিলাস বহুল আকারে তৈরি করা হয়েছে। অথ্যাৎ এই জাহাজটির উচ্চতা ২৩০ ফুট এবং লম্বা ১ হাজার ১৮৭ ফুট। বিলাস বহুল রুম রয়েছে ২৭০০ টি এবং ডেক্স রয়েছে ১৬ টি। এই জাহাজটিতে প্রায় ২১০০ জন ক্রু রয়েছে।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় জাহাজ তৈরি করতে কত সময় লেগেছিল?
উত্তর: ওয়েসিস অব দ্যা সিস জাহাজটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন বছর।
প্রশ্ন: ওয়েসিস অব দ্যা সিস জাহাজটি ঘন্টায় কত কিলোমিটার বেগ চলতে পারে?
উত্তর: এই জাহাজটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে।
প্রশ্ন: বিশ্বের সবচাইতে বড় জাহাজটি তৈরি করতে কত জন শ্রমিক কাজ করেছিল?
উত্তর: বিশ্বের সবচাইতে বড় জাহাজটি তৈরি করতে প্রায় ২০০০ হাজার পাঁচশত জন শ্রমিক কাজ করেছিল।